Sharda Sinha: দেওয়া হবে রাজকীয় সম্মান; পটনার এই ঘাটেই সম্পন্ন হবে প্রয়াত গায়িকা সারদা সিনহার শেষকৃত্য
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Sharda Sinha Last Rites: ৫ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটে প্রয়াত হয়েছেন বিহারের খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা। তিনি বিহার কোকিলা নামেও বেশ প্রসিদ্ধ।
advertisement
advertisement
সারদা সিনহার পুত্র অংশুমান সিনহাই সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রয়াণের খবর ভাগ করে নিয়েছেন। তিনি জানান যে, পটনার গুলবি ঘাটে মাস খানেক আগে যেখানে তাঁর বাবার শেষকৃত্য হয়েছে, সেখানেই সম্পন্ন হবে সারদা সিনহার শেষকৃত্য। এক মাসের মধ্যে মা-বাবা দু’জনকে হারিয়ে স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়েছেন অংশুমান। বিষাদের এই মুহূর্তেও অংশুমানের কথাবার্তা থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, কঠিন সময়েও তিনি নিজের মায়ের ইচ্ছা এবং পরম্পরা অনুসরণ করছেন।
advertisement
সকাল ৯টা ৪০ মিনিটের উড়ানে দিল্লি থেকে পটনায় উড়িয়ে আনা হবে সারদা সিনহার মরদেহ। এরপর বাসভবনে কিছু সময়ের জন্য রাখা হবে তাঁকে। যেখানে তাঁকে শ্রদ্ধা জানাবেন তাঁর ঘনিষ্ঠরা। তারপর সেখান থেকে গুলবি ঘাটে নিয়ে যাওয়া হবে সারদা সিনহার দেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। এদিকে সারদা সিনহাকে একবার শেষ দেখা দেখতে জড়ো হয়েছেন তাঁর ভক্তরা। কারণ সারদা শুধু বিহারের সঙ্গীত শিল্পী নন, সেই সঙ্গে তিনি ওই রাজ্যের সংস্কৃতি এবং পরম্পরার প্রতীক। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন যে, পটনায় রাজকীয় সম্মানের সঙ্গে লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে।
advertisement
আসলে সারদা সিনহার গানে গ্রামীণ জীবন, বিশ্বাস এবং পরিবারের গুরুত্ব অনন্য ভাবে প্রতিফলিত হত। তাঁর গানের মধ্যে এমন একটা ব্যাপার ছিল, যা সরাসরি মানুষের হৃদয় স্পর্শ করতো। নিজের সুরেলা কণ্ঠের জাদুতে তিনি সকলকে মুগ্ধ করেছেন। আর সারদা সিনহার গান বিহারের প্রতিটি গ্রাম বিশেষ করে ছট পুজোর পরম্পরার অঙ্গ হয়ে উঠেছিল। তবে শিল্পীর প্রয়াণের পরে তাঁর গান, সুরেলা কণ্ঠ এবং স্মৃতি মানুষের মনে থেকে যাবে। যা পরবর্তী প্রজন্মকেও অনুপ্রেরণা জোগাবে।