TRENDING:

Crorepati Wife: কোটিপতির বউ, মেয়ের জন্ম দিয়েই স্বামীর থেকে চাইলেন 'আকাশছোঁয়া' দামের উপহার! কী পেলেন তিনি?

Last Updated:

সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গর্ভাবস্থার ভিডিও পোস্ট করছিলেন তিনি। তবে তাঁর একটি পোস্ট খুবই বিস্ময়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: স্বামীর কাছে এমন উপহার দাবি করলেন এই ধনী গৃহবধূ, যা জানলে চমকে যাবেন। এই মহিলা (Millionaire house wife Dubai) তাঁর স্বামীর কাছে একটি বিশেষ উপহার চেয়েছিলেন, যা সোনার তৈরি হওয়া উচিত। কিন্তু তার দাবি অদ্ভুত কারণ তিনি দাবি করেন যে উপহারটি তাঁর মেয়ের ওজনের হওয়া উচিত। অঢেল সম্পদ থাকলে, দুনিয়ার কোনও সমস্যাই বড় হয় না। প্রচুর টাকা থাকলে প্রিয়জনদের জন্য টাকা ব্যয় করা যায় অনায়াসে৷ এটাই সত্যি প্রমাণ করলেন এক কোটিপতির স্ত্রী!
advertisement

দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, লিন্ডা অ্যান্ড্রেড(Linda Andrade), দুবাইয়ের বসবাসকারী৷ তিনি কোটিপতির স্ত্রী। ইনস্টাগ্রামে তাঁর ৩ লক্ষ ফলোয়ার রয়েছে, যেখানে ১ মিলিয়নেরও বেশি মানুষ তাঁকে TikTok-এ অনুসরণ করে। লিন্ডা তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনধারা সম্পর্কিত আকর্ষণীয় সব ভিডিও পোস্ট করেন। সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গর্ভাবস্থার ভিডিও পোস্ট করছিলেন তিনি। তবে তাঁর একটি পোস্ট খুবই বিস্ময়ের।

advertisement

আরও পড়ুনCrime News: জঙ্গল থেকে আসছিল অদ্ভূত আওয়াজ, পুলিশি হানায় চোখের সামনে উঠে এল হাড়হীম করা দৃশ্য

লিন্ডা জানান যে তিনি তাঁর স্বামীর কাছে সন্তানের ওজনের সমান সোনার উপহার দেওয়ার দাবি জানিয়েছেন। উপহারটি আরও ব্যয়বহুল এবং বড় করার জন্য, তিনি তার স্বামীকে মিথ্যা বলেছেন। মেয়ের জন্মের সময় ৩ কেজি ওজন হলেও তিনি স্বামীকে বলেন যে মেয়ে হয়েছে ৬ কেজির। স্বামী এটা মেনে নেন। এর পর তাঁর স্বামী মেয়ের জন্য ৬কেজি ওজনের সোনার বার কেনেন। লিন্ডা টিকটকে একটি ভিডিও পোস্ট করে সেই সোনার বারগুলি দেখিয়েছেন।

advertisement

লিন্ডা বলল যে তাঁর মেয়ে বাবার থেকে অনেক কিছু পাবে যার মধ্যে এটিও অন্যতম। তিনি বলেন, সন্তান গর্ভে থাকার সময় থেকেই বাবা তার জন্য উপচে পড়া উপহার দিয়েছিল। এখন তো সেই বহর আরও বাড়বে। মেয়ের জন্য খুব দামি কাপড় এবং ব্যাগ পেয়েছেন লিন্ডা। মেয়েটির বাবা তার জন্য লাক্সারি ব্র্যান্ডের প্র্যাম কিনেছিলেন। এবং আরও কিছু আসতে চলেছে তাদের জন্য বলে জানিয়েছেন লিন্ডা৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Crorepati Wife: কোটিপতির বউ, মেয়ের জন্ম দিয়েই স্বামীর থেকে চাইলেন 'আকাশছোঁয়া' দামের উপহার! কী পেলেন তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল