TRENDING:

Drunk Thief Caught Sleeping: আকন্ঠ মদ খেয়ে চুরি করতে গিয়ে বেকায়দায় চোর! ঘুমিয়ে পড়ল বিছানাতেই...! তারপর যা হল...

Last Updated:

Drunk Thief Caught Sleeping: কানপুরে এক চোর চুরির পর পাশের ঘরের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির লোকজন তার কাছ থেকে চুরি যাওয়া গয়না ও টাকা উদ্ধার করে। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কানপুর: কানপুর শহরের এক শান্ত পাড়ায় ঘটে গেল এমন এক ঘটনা, যা শুনে চোখ কপালে উঠেছে সকলের। নাজিরাবাদ থানা এলাকার মারিয়ামপুর রেললাইন সংলগ্ন দুটি ভাইয়ের বাড়ি ছিল এই ঘটনার মূল কেন্দ্র। গভীর রাতে চুরি করতে এসে, এক চোর যা করল, তা অভাবনীয়।
আকন্ঠ মদ খেয়ে চুরি করতে গিয়ে বেকায়দায় চোর! ঘুমিয়ে পড়ল বিছানাতেই...! তারপর যা হল...Image - AI
আকন্ঠ মদ খেয়ে চুরি করতে গিয়ে বেকায়দায় চোর! ঘুমিয়ে পড়ল বিছানাতেই...! তারপর যা হল...Image - AI
advertisement

সেই রাতে, এক ব্যক্তি মদ্যপ অবস্থায় প্রথমে একটি বাড়িতে ঢুকে চুরি করে নেয় কিছু নগদ টাকা ও গয়না। এরপর পাশের বাড়িতেও সে চুপিসারে প্রবেশ করে। সেখানেও সে একইভাবে আলমারি খুলে মূল্যবান জিনিস সংগ্রহ করে নেয়। কিন্তু এখানেই ঘটে চরম মোড়।

আরও পড়ুন: কালো জাদুর সন্দেহে যুবককে চরম শাস্তি! গো*পনা*ঙ্গ কেটে দেহ ফেলা হল বাঁধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য

advertisement

চোর এতটাই মাতাল ছিল যে, পালানোর বদলে সে একটি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। গভীর ঘুমে আচ্ছন্ন, সে ভুলেই যায় যে সে মাঝরাতে অপরাধস্থলে রয়েছে।

পরদিন সকালে, ঘরের লোকেরা অজানা একজনকে ঘুমন্ত অবস্থায় দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন। ঘর খুঁজতেই দেখা যায়, আলমারি ভাঙা, গয়না উধাও। সন্দেহভাজন ব্যক্তিকে ঘুম থেকে তুলে তল্লাশি করতেই, তার কাছ থেকে পাওয়া যায় চুরি যাওয়া সব গয়না ও টাকা।

advertisement

আরও পড়ুন: লটারি জিততে চান! জানুন কোটি কোটি টাকা জয়ের সিক্রেট এই ফর্মুলা! কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না গ্যারান্টি…

পরিবারটি সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকে। উত্তেজিত জনতা চোরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে এবং মামলা রুজু করে। এই ঘটনায় গোটা এলাকা চমকে যায়।

advertisement

এদিকে, একই দিন দিল্লির চাঁদবাগ এলাকাতেও ঘটে ভয়াবহ ডাকাতির ঘটনা। চার-পাঁচজন অস্ত্রধারী ব্যক্তি একটি গয়নার দোকানে ঢুকে মালিক ও ক্রেতাদের বন্দি করে টাকা ও গয়না লুঠ করে পালিয়ে যায়।

দু’টি ঘটনাই প্রমাণ করে—চোরের কৌশল যেমন পাল্টাচ্ছে, তেমনই ভুলের খেসারতও দিতে হচ্ছে তাৎক্ষণিকভাবে। আর কিছু ভুল তো ঘুমের মধ্যেই ধরা পড়ে যায়!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Drunk Thief Caught Sleeping: আকন্ঠ মদ খেয়ে চুরি করতে গিয়ে বেকায়দায় চোর! ঘুমিয়ে পড়ল বিছানাতেই...! তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল