Odisha Black Magic: কালো জাদুর সন্দেহে যুবককে চরম শাস্তি! গো*পনা*ঙ্গ কেটে দেহ ফেলা হল বাঁধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য

Last Updated:

Odisha Black Magic: ওড়িশার মালসাপদার গ্রামে কালো জাদুর সন্দেহে ৩৫ বছরের এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার গোপনাঙ্গ বিকৃত করে দেহ ফেলে দেওয়া হয় বাঁধে। পুলিশ ইতিমধ্যে ১৪ জনকে আটক করে তদন্ত শুরু করেছে...

কালো জাদুর সন্দেহে যুবককে চরম শাস্তি! গো*পনা*ঙ্গ কেটে দেহ ফেলা হল বাঁধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য
কালো জাদুর সন্দেহে যুবককে চরম শাস্তি! গো*পনা*ঙ্গ কেটে দেহ ফেলা হল বাঁধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য
মালসাপদার: ওড়িশার মালসাপদর গ্রামের ওপর এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এসেছিল। এক মধ্যবয়সী মহিলার রহস্যজনক মৃত্যুর পর থেকেই গত দুই সপ্তাহ ধরে বাতাসে সন্দেহ দানা বাঁধছিল। গ্রামবাসীদের ভয়ের কারণ ছিল কুসংস্কার, এবং তাদের সন্দেহের শিকার হয়েছিলেন এক ৩৫ বছর বয়সী যুবক, যার বিরুদ্ধে তারা কালো জাদু করার অভিযোগ এনেছিল।
তাদের বিশ্বাস ছিল, সেই যুবকের “অভিশাপ”-এর কারণেই মহিলার মৃত্যু হয়েছে। নিজের প্রাণ বাঁচাতে, সেই যুবক তড়িঘড়ি তার প্রিয় গবাদি পশুদের ফেলে পরিবার নিয়ে গঞ্জাম জেলায় শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিল। বলা ভাল, প্রাণ বাঁচাতে পালায় সে।
advertisement
advertisement
কিন্তু গবাদি পশুর প্রতি ভালবাসাই তাকে ফিরিয়ে আনে গ্রামে। শনিবার সন্ধ্যার আবছা আলোয় সে আবার গ্রামে ফিরে আসে, পশুদের নিয়ে চুপচাপ চলে যাওয়ার আশায়। তবে তার ধারণা ভুল ছিল। একদল গ্রামবাসী, যাদের চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল, তার জন্য ওত পেতে ছিল। তারা তাকে পরিচিত পরিবেশ থেকে টেনে হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায়।
advertisement
এরপর যা ঘটেছিল তা ছিল নৃশংস এবং ভুল বিচার। গভীর রাতে, তাদের ভিত্তিহীন ভয়ে উসকে দেওয়া ঘৃণা দিয়ে তারা সেই যুবককে নির্মমভাবে নির্যাতন করে। বর্বরতার চূড়ান্ত রূপ দেখা যায় তখন, যখন তারা তার শরীরকে বিকৃত করে দেয়, যা ছিল তাদের হিংস্র রাগের প্রতিফলন। নিজেদের অপরাধ ঢাকতে, তারা তার মৃতদেহ ভারী জিনিস দিয়ে বেঁধে হরভাঙ্গি বাঁধের ঠান্ডা, নিস্তব্ধ জলে ফেলে দেয়।
advertisement
শুধু হত্যা করাই নয়, গ্রামের লোকেরা তার গোপন অঙ্গও বিকৃত করে দেয়। এই ভয়ঙ্কর ঘটনাটি শনিবার রাতে ব্রহ্মপুর জেলার মোহনা থানার অন্তর্গত মালসাপদার গ্রামে ঘটেছে।
সারা রাত জলের মধ্যে তাদের গোপনীয়তা লুকিয়ে ছিল, কিন্তু ভোরের আলোয় সেই ভয়ানক সত্য প্রকাশ পায়। নিখোঁজ হওয়া মানুষটির খবর পেয়ে পুলিশ তার দেহ উদ্ধার করে। দেহের ভয়াবহ অবস্থা দেখে উদ্ধারকারী অফিসারদেরও গা শিউরে ওঠে। পরবর্তী তদন্তে তারা গ্রামের দিকে এগোয়, যেখানে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে আটক করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Odisha Black Magic: কালো জাদুর সন্দেহে যুবককে চরম শাস্তি! গো*পনা*ঙ্গ কেটে দেহ ফেলা হল বাঁধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement