TRENDING:

Viral Video: মহাত্মা গান্ধি নাকি রাবণকে বধ করে আমেরিকাকে স্বাধীন করেছেন! এসব কী বলছেন যুবক? দোলের সেরা ভিডিও

Last Updated:

Viral Video: দোলের সেরা ভাইরাল ভিডিও! যা বললেন যুবক, শুনলে মাথা খারাপ হয়ে যাবে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  দোল বা হোলি (Holi 2022) মানেই রঙের উৎসব। এই দিন প্রিয় জনের গালে রং লাগিয়েই দিন শুরু হয় সকলের। আবার এই রঙের খেলায় শুধু যে আবির ব্যবহার হয়, এমন নয়। নানা ক্যামিকাল যুক্ত রঙের ব্যবহার হয়। সেখানে বন্ধুকে বাঁদর রঙ মাখিয়ে এমন করা হবে, যে রং তুলতে এক সপ্তাহ কেটে যাবে। এটাই হল রং খেলার মজা। কাঁদা জলে, রং জলে মানুষের এই মেতে ওঠা আজকের নয়। তবে শুধু রং নয় এই দিন একটু পান না করলেও জমে না বিষয়টা। রঙের সঙ্গে ভাঙ বা সিদ্ধি খাওয়ার চল আজকের নয়। তবে এখন ভাঙ বানানো সব জায়গায় আর হয় না। বরং ঝোঁক গিয়েছে অন্য দিকে (Viral Video)।
advertisement

আর এই দিন মানেই নানা কিছু ভাইরাল (Viral Video)হয়। রং খেলার নানা ভিডিও সামনে আসে। শুধু সাধারণ মানুষ নয় সেলেবরাও মেতে ওঠেন রঙের খেলায়। সেই সব ভিডিও চলে আসে সামনে আর মুহূর্তে হয় ভাইরাল। দোলের দিন এমন এক মজার ভিডিও সামনে এসেছে যা দেখে হেসে খুন নেটিজেনরা। বহু মানুষ ইতিমধ্যেই শেয়ার করেছেন এই ভিডিও। হোয়াটসঅ্যাপের হট হোলি ভিডিও হয়ে গিয়েছে।

advertisement

এই ভিডিওতে(Viral Video) দেখা যাচ্ছে এক ব্যক্তি দোলের সকালে রং খেলেছেন। তারপর একটি ভিডিও করেছেন। মদ খেয়েও রয়েছেন তিনি। এবার তিনি যা বললেন, তা শুনলে আপনি হেসে খুন হবেন। তিনি বলছেন, 'আজ আজাদির দিন। রাখী বন্ধনের এই দিনে আমাদের সকলকে ঘরে প্রদীপ জ্বালাতে হবে। আজকের দিনে মহাত্মা গান্ধি রাবণকে বধ করে মহাভারতের যুদ্ধ জিতে আমেরিকাকে স্বাধীন করেছিলেন।" এই ভিডিও দেখার পর মাথায় সব তাল-গোল পাকিয়ে যাবে।

advertisement

আরও পড়ুন: স্বর্ণেন্দু নয় অন্য কারও সঙ্গে রঙের খেলায় শ্রুতি দাস! রিকশায় দারুণ প্রেম! ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

তিনি যা বলছেন তার সঙ্গে আগা মাথা কিছুই সম্পর্ক নেই। রাবণ থেকে আমেরিকাকে নিজের মনের খেয়ালে জুড়ে দিয়েছেন তিনি। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও(Viral Video)। সব রেকর্ড ভেঙেছে এই ভিডিও।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মহাত্মা গান্ধি নাকি রাবণকে বধ করে আমেরিকাকে স্বাধীন করেছেন! এসব কী বলছেন যুবক? দোলের সেরা ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল