আর এই দিন মানেই নানা কিছু ভাইরাল (Viral Video)হয়। রং খেলার নানা ভিডিও সামনে আসে। শুধু সাধারণ মানুষ নয় সেলেবরাও মেতে ওঠেন রঙের খেলায়। সেই সব ভিডিও চলে আসে সামনে আর মুহূর্তে হয় ভাইরাল। দোলের দিন এমন এক মজার ভিডিও সামনে এসেছে যা দেখে হেসে খুন নেটিজেনরা। বহু মানুষ ইতিমধ্যেই শেয়ার করেছেন এই ভিডিও। হোয়াটসঅ্যাপের হট হোলি ভিডিও হয়ে গিয়েছে।
advertisement
এই ভিডিওতে(Viral Video) দেখা যাচ্ছে এক ব্যক্তি দোলের সকালে রং খেলেছেন। তারপর একটি ভিডিও করেছেন। মদ খেয়েও রয়েছেন তিনি। এবার তিনি যা বললেন, তা শুনলে আপনি হেসে খুন হবেন। তিনি বলছেন, 'আজ আজাদির দিন। রাখী বন্ধনের এই দিনে আমাদের সকলকে ঘরে প্রদীপ জ্বালাতে হবে। আজকের দিনে মহাত্মা গান্ধি রাবণকে বধ করে মহাভারতের যুদ্ধ জিতে আমেরিকাকে স্বাধীন করেছিলেন।" এই ভিডিও দেখার পর মাথায় সব তাল-গোল পাকিয়ে যাবে।
আরও পড়ুন: স্বর্ণেন্দু নয় অন্য কারও সঙ্গে রঙের খেলায় শ্রুতি দাস! রিকশায় দারুণ প্রেম! ভাইরাল ভিডিও
তিনি যা বলছেন তার সঙ্গে আগা মাথা কিছুই সম্পর্ক নেই। রাবণ থেকে আমেরিকাকে নিজের মনের খেয়ালে জুড়ে দিয়েছেন তিনি। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও(Viral Video)। সব রেকর্ড ভেঙেছে এই ভিডিও।
