Shruti Das: স্বর্ণেন্দু নয় অন্য কারও সঙ্গে রঙের খেলায় শ্রুতি দাস! রিকশায় দারুণ প্রেম! ভাইরাল ভিডিও

Last Updated:

Shruti Das: দোলের দিনে রঙে মেতে শ্রুতি-দেবজ্যোতি! রঙরসিয়া আবেগের ভিডিও ভাইরাল

photo source Instagram
photo source Instagram
#কলকাতা: শ্রুতি দাস (Shruti Das)। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। 'ত্রিনয়নী', 'দেশের মাটি' ধারাবাহিকের মুখ্য চরিত্র তিনি। দেশের মাটি ধারাবাহিকে নোয়া চরিত্রের জন্য সকলের মনে আলাদা জায়গা করেছেন শ্রুতি। আজ দোলের দিনে রঙের খেলায় মেতে উঠল শ্রুতি। তবে তাঁর সঙ্গে রং খেলতে দেখা গেল স্বর্ণেন্দু নয়, অন্য কাউকে।
শ্রুতি(Shruti Das) ও স্বর্ণেন্দুর প্রেম কারও অজানা নয়। শ্যুটিং করতে এসেই স্বর্ণেন্দুকে ভাল লাগে শ্রুতির। বয়সে বেশ অনেকটা বড় স্বর্ণেন্দুকে সে কথা জানিয়েছিলেন নায়িকা। এবং তার পর থেকেই বয়সকে তুচ্ছ করে ছুটেছে এই জুটির প্রেম। এক সময় টলিপাড়ায় অনেক কিছুর সামনেই পড়তে হয় শ্রুতিকে। গায়ের রং সামান্য চাপা হওয়ায় শ্রুতিকে কিন্তু অনেক কিছুই দেখতে হয়েছিল। সে কথা নিজেই জানিয়েছেন শ্রুতি। তবে এত লড়াইয়ের পরেও তাঁর আর স্বর্ণেন্দুর প্রেম সমুদ্রের মতো গভীর।
advertisement
View this post on Instagram

A post shared by Shruti Das (@shrutidas_real)

advertisement
advertisement
কিন্তু দোলের দিন শ্রুতিকে(Shruti Das) দেখা গেল দেবজ্যোতি রায়চৌধুরির সঙ্গে। রাস্তায়, রিকশায় একে অপরকে রঙে রাঙালেন তাঁরা। যে দেখেই ফের নেটিজেনদের প্রশ্ন তবে কী প্রেমে ভাঙন? তবে এমন কিছু ভাবার কোনও কারণ নেই। কারণ তাঁরা দোলে একটি ফটোশ্যুট করেছেন। আর সেই ফটোশ্যুটের সঙ্গী হয়েছেন দেবজ্যোতি। দারুণ সুন্দর করে তাঁরা এই ছবি তুলেছেন। একটি ভিডিও ও আপলোড করেছেন। এই মিষ্টি দোলের ভিডিও ভাইরাল। তবে এর সঙ্গে প্রেম ভাঙার সম্পর্ক খুঁজতে যাওয়া নেহাত বোকামিই হবে।
advertisement
View this post on Instagram

A post shared by Shruti Das (@shrutidas_real)

advertisement
এই ছবি পোস্ট করে ইতিমধ্যেই শ্রুতির(Shruti Das) এক বন্ধু লিখেছেন একটি পোস্ট। সেখানে তিনি ঠিক এই কথাটিই তুলে ধরেছেন। পবিত্র এক দোল খেলার সাক্ষী থেকেছেন তাঁরা। এই ছবিতে সাদা পোশাকে মোহময়ী হয়ে উঠেছেন শ্রুতি দাস। চোখ ফেরানো দায় তাঁর থেকে। ছবি দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। অনেকেই প্রশংসা করেছেন দেশের মাটির মিষ্টি মেয়ে নোয়া ওরফে শ্রুতির। তবে নায়িকা এই ছবি পোস্ট করে লিখলেন, "এই বসন্তে অনেক জন্ম আগে,তোমায় প্রথম দেখেছিলেম আমি, , হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি,আমার কাছে, তোমার কাছে, আমার কাছে ।" ধন্যবাদ দিয়েছেন দেবজ্যোতিকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shruti Das: স্বর্ণেন্দু নয় অন্য কারও সঙ্গে রঙের খেলায় শ্রুতি দাস! রিকশায় দারুণ প্রেম! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement