TRENDING:

Delivery Agent: ৮৩ হাজার টাকার ঘড়ি নিয়ে বেপাত্তা ‘জিনি’! মানুষের মনে ভয় ধরাচ্ছে ডেলিভারি এজেন্টের এই কাণ্ড

Last Updated:

Delivery agent runs away with Apple Watch Ultra: প্রায় ৮৩ হাজার টাকার স্মার্টঘড়ি পৌঁছে দেওয়ার নাম করে বেপাত্তা হয়ে গিয়েছিলেন এক ডেলিভারি পার্টনার। প্রায় গোয়েন্দাদের মতো ধাওয়া করে সেই ঘড়ি উদ্ধার করেছেন ঘড়ির মালিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসত জিনি। এখন তাঁরা মোটরবাইকে চেপে ঘুরে বেড়ান গোটা শহর। অনেকটা অগতির গতি হয়ে। কিন্তু সকলেই যে ভরসাযোগ্য নন, তা প্রমাণ করে দেন তাঁদেরই কিছু কিছু সহকর্মী। সম্প্রতি ফের এমন এক খবর থেকে ছড়িয়ে চাঞ্চল্য।
৮৩ হাজার টাকার ঘড়ি নিয়ে বেপাত্তা ‘জিনি’! মানুষের মনে ভয় ধরাচ্ছে ডেলিভারি এজেন্টের এই কাণ্ড
৮৩ হাজার টাকার ঘড়ি নিয়ে বেপাত্তা ‘জিনি’! মানুষের মনে ভয় ধরাচ্ছে ডেলিভারি এজেন্টের এই কাণ্ড
advertisement

জানা গিয়েছে, প্রায় ৮৩ হাজার টাকার স্মার্টঘড়ি পৌঁছে দেওয়ার নাম করে বেপাত্তা হয়ে গিয়েছিলেন এক ডেলিভারি পার্টনার। প্রায় গোয়েন্দাদের মতো ধাওয়া করে সেই ঘড়ি উদ্ধার করেছেন ঘড়ির মালিক। গোটা ঘটনার কথা ট্যুইট করে জানিয়েছেন ভুক্তভোগীর বন্ধু। আর তারপর থেকেই ঘুম ছুটেছে গ্রাহকদের।

আরও পড়ুন– রাইডে আটকে দুই মহিলা, পিছন থেকে এসে সজোরে ধাক্কা আরেকজনের, ওয়াটার পার্কে মর্মান্তিক ঘটনা!

advertisement

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ১১ জুলাই, বেঙ্গালুরুতে। ট্যুইট করে ১২ জুলাই দুপুর নাগাদ তা জানিয়েছেন জয়দীপ ঢোলকিয়া নামে এক ব্যক্তি। তাঁর দাবি, এক বন্ধু তাঁর বাড়িতে একটি অ্যাপল ওয়াচ আল্ট্রা ফেলে চলে যান সন্ধ্যায়। পরে সেটি ফেরত নিয়ে যাওয়ার জন্য তিনি একটি ‘স্যুইগি জিনি’ বুক করেন। সাধারণত, স্যুইগি-র এই বিশেষ পরিষেবা খাবার ছাড়াও অন্য যে কোনও সামগ্রী শহরের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার কাজ করে। সেই মতো জয়দীপের বাড়িতে নির্দিষ্ট সময়ে পৌঁছেও যান ডেলিভারি পার্টনার। জয়দীপ নিয়ম মতো একটি ব্যগে ভরে তাঁর হাতে তুলে দেন ৮২,৯৯৯ টাকা দামের স্মার্ট ওয়াচটি। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু আচমকাই জয়দীপের বন্ধু, ঘড়ির মালিক দেখেন তাঁর অর্ডার ক্যানসেল করে দিয়েছে স্যুইগি জিনি।

advertisement

আরও পড়ুন- ‘আপনি এতটা আলসে না হলে, নিজের খাবার নিজেই নিয়ে আসতে পারতেন’! ডেলিভারি এজেন্টের মেসেজে হতভম্ব দুনিয়া!

জিনিসটি সংগ্রহ করার পর কী ভাবে অর্ডার ক্যানসেল হতে পারে, প্রাথমিক ভাবে সেটি বুঝেই উঠতে পারেননি জয়দীপ ও তাঁর বন্ধু। তার পর তাঁরা দেখেন ওই ডেলিভারি পার্টনার তাঁদের দু’জনকেই ব্লক করে দিয়েছেন। কোনও ভাবেই আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

advertisement

জয়দীপ জানান, এই অবস্থায় তড়িঘড়ি স্যুইগিকে বিষয়টি জানানো হলে তাঁরা মেল পাঠিয়ে রাখতে বলেই কর্তব্য সারেন। কিন্তু কোনও ভাবেই ঝুঁকি নিতে পারছিলেন না জয়দীপ ও তাঁর বন্ধু। জয়দীপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইফোন থেকে ওই ঘড়ির লোকেশন জানার চেষ্টা করেন তাঁরা। তারপর প্রায় দু’ঘণ্টা ধাওয়া করে রাত ২টো নাগাদ একটি স্যুইগির গুদামে গিয়ে পাকড়াও করতে পারেন ওই ডেলিভারি পার্টনারকে। নিজেরাই উদ্ধার করেন ওই মূল্যবান ঘড়িটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই বিষয়ে স্যুইগির কোনও বক্তব্য এখনও জানা যায়নি। পুলিশেও কোনও অভিযোগ এখনও দায়ের করেননি জয়দীপরা। তবে ঘটনার পর থেকেই ত্রস্ত স্যুইগি গ্রাহকরা। কোনও মূল্যবান সামগ্রী এভাবে দেওয়া-নেওয়া করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন বেশিরভাগ গ্রাহক।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Delivery Agent: ৮৩ হাজার টাকার ঘড়ি নিয়ে বেপাত্তা ‘জিনি’! মানুষের মনে ভয় ধরাচ্ছে ডেলিভারি এজেন্টের এই কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল