TRENDING:

স্ট্রবেরি-ব্লুবেরি স্বাদের সিঙাড়া খাবেন? আজব এই খাবারের খবরে তাজ্জব নেটিজেন

Last Updated:

Delhi Food Outlet Serves colourful Samosa : সম্প্রতি এক রঙ-বেরঙের সিঙাড়ার খোঁজ মিলেছে রাজধানীতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি : শীত,গ্রীষ্ম হোক বা বর্ষা, এক কাপ গরম চায়ের সঙ্গে একটা সিঙাড়া হলে যেন মন জুড়িয়ে যায় ৷ কিন্তু, এই সিঙাড়াই যদি নীল বা গোলাপী রঙের হয়!অবাক লাগছে তো ? সিঙাড়া বলতেই মনে পড়ে গরম তেলে ভাজা ময়দার একটা তিনকোনা খাবার ৷
advertisement

কিন্তু,  সম্প্রতি এক রঙ-বেরঙের সিঙাড়ার খোঁজ মিলেছে রাজধানীতে  ৷শুধু রঙবেরঙের সিঙাড়াই নয় একেবারে ভিন্ন স্বাদ ভিন্ন গন্ধের সিঙাড়া ৷ কোনোটা নীল আবার কোনোটা গোলাপী ৷ হরেক রকম ফ্লেভারের এই সিঙাড়া দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

দিল্লির এক খাদ্য বিক্রেতা সৃষ্টি করেছেন সিঙাড়ার এই ভিন্ন রূপ ৷ গোলাপী, নীল রঙ দিয়ে  সিঙাড়ায় এনেছেন ভিন্ন ফ্লেভার ৷ গোলাপী সিঙাড়ার নাম দিয়েছেন স্ট্রবেরি সিঙাড়া আর নীল সিঙাড়ার নাম দিয়েছেন ব্লু-বেরি সিঙাড়া ৷

advertisement

আরও পড়ুন :আচার বিচার, নিয়ম কানুনে অভিনব দর্জিপাড়া মিত্রবাড়ির পুজো

দিল্লির এই আজব সিঙাড়ার দোকানের নাম "সামোসা হাব" ৷ এই আজব সিঙাড়ার  ভিডিও নেটমাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, আমরা যতই সিঙাড়া খাই না কেন এ সিঙাড়া একেবারে অন্যরকম ৷ এই আজব সিঙাড়া যে আদপে একটি মিষ্টান্ন, তাও জানানো হয়েছে ভিডিওর ক্যাপশনে ৷

advertisement

সিঙাড়া খেতে ভালবাসেন না এরকম লোক হয়তো খুব কমই আছেন ৷ তাই শেয়ার হওয়া মাত্রই কমেন্টের বন্যা বয়ে গেছে ভিডিওটিতে ৷

কেউ আবার এই আজব সিঙাড়া দেখে খুশি হয়েছেন  কেউ  আবার রেগে গিয়ে লিখেছেন "সিঙাড়া খুবই আবেগের জিনিস ৷ সিঙাড়া নিয়ে এইসব চলবে না ৷ "

আরও পড়ুন : 'প্রাণহীন' শিশুকে বাঁচিয়ে দিলেন চিকিৎসক! ডাক্তার মানে ভগবান, ফের প্রমাণিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একজন আবার রসিকতা  করে লিখেছেন "স্বাগত ডায়েবেটিস" ৷  আবার আরেক নেটিজেনতো আবেগের বসে ফাঁশিই চেয়ে বসেছেন খাদ্য বিক্রেতার৷ এই আজব রঙ-বেরঙের সিঙাড়া দেখে   উত্তাল  হয়েছে নেট পাড়া ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
স্ট্রবেরি-ব্লুবেরি স্বাদের সিঙাড়া খাবেন? আজব এই খাবারের খবরে তাজ্জব নেটিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল