সূত্র মারফত জানা গিয়েছে পাঁচ কোটি টাকার সবটাই ৫০০ টাকার নোট। ৫০০ টাকার নোটেই উদ্ধার এই বিপুল অঙ্কের টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই গাড়ি চালক সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আক্রম খান বয়স ৩৫ ও ইমরান খান বয়স আনুমানিক ৩১ বছরের কাছাকাছি। ধৃতরা দুজনেই বীরভূমের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এত বিপুল পরিমাণ টাকা কোথায় থেকে কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করছে বেঙ্গল STF।
advertisement
কনুইয়ের কালচে ছোপ নিমেষে উধাও! ঝকঝকে গোলাপি ত্বক পেতে ভরসা এই ঘরোয়া টোটকা
মেয়েদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই মিলবে ৬০০ টাকা! চিনে ‘ম্যান মাম’ ট্রেন্ডে মাতছে যুবসমাজ, জেনে নিন আপনিও
সূত্র মারফত তথ্য এবং খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায় বেঙ্গল STF-এর একটি দল এবং নারায়ণপুর থানার স্থানীয় পুলিশ প্রশাসন। তখনই ধরা পড়ে গাড়িটি। উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। বিভিন্ন ব্যাগের মধ্যে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সূত্রে আলোচনা যায় টাকাগুলি কলকাতা নিউ টাউনের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। এবং এই বিপুল পরিমাণ টাকা বীরভূম থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।
উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আর এই ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে নিউ টাউন থানার পুলিশ প্রশাসন। কোন কারণে এতগুলি টাকা গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি।
