TRENDING:

Ghost: নিছক ছায়াশরীর নয়, বোঝা যাচ্ছে মুখাবয়ব! পৃথিবীর স্পষ্টতম ভূতের ছবি ধরা দিল ক্যামেরায়!

Last Updated:

Ghost: সম্প্রতি দু’জন প্যারানর্মাল তদন্তকারী দাবি করেছেন যে তাঁরাই বিশ্বে প্রথম যাঁরা সবচেয়ে পরিষ্কার ভাবে ভূতের ছবি তুলতে সমর্থ হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পৃথিবীতে ভূত নিয়ে নানা ধরনের গল্পের পাশাপাশিই গবেষণাও চলে। কেউ ভূতের অস্তিত্বকে স্রেফ গাল-গল্প বলেন, আবার কেউ কেউ এতে বিশ্বাসও করেন। অনেক সময় ছবি বা ভিডিওতে ভূতের অস্তিত্ব ধরা পড়ে বলে দাবি করা হয়। কিন্তু প্রতিবারই শেষ পর্যন্ত জানা যায় ছবিগুলো ভুয়ো। এদের অস্তিত্বের প্রমাণ কখনও স্পষ্টভাবে পাওয়া যায়নি। তবে, সম্প্রতি দু’জন প্যারানর্মাল তদন্তকারী দাবি করেছেন যে তাঁরাই বিশ্বে প্রথম যাঁরা সবচেয়ে পরিষ্কার ভাবে ভূতের ছবি তুলতে সমর্থ হয়েছেন।
স্পষ্টতম ভূতের ছবি
স্পষ্টতম ভূতের ছবি
advertisement

ইয়র্কশায়ারের এই ঘোস্ট হান্টাররা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে স্পষ্ট ভাবে তোলা ভূতের ছবি শেয়ার করেছেন। তাঁরা স্কটল্যান্ডে থাকাকালীন এই ছবি তুলেছিলেন। ছবিটি লিনজি এবং লি স্টিয়ার নামে দুই ভূত বিশেষজ্ঞ তুলেছেন। দু'জনেই ঘোস্ট অফ ব্রিটেন নামে একটি প্রজেক্ট চালান। যুক্তরাজ্য ভিত্তিক এই ভূতশিকারী দলের কাজ হল বিশ্বের সবচেয়ে ভুতুড়ে জায়গায় যাওয়া এবং সেখানে কোনও ভূতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কি না তা দেখা।

advertisement

আরও পড়ুন: ভর সন্ধ্যায় মায়াপুরের পুকুরে বিদেশিনী ভক্ত সহ জোড়া দেহ! তুমুল চাঞ্চল্য মন্দির নগরীতে

স্কটিশ কারাগারে তোলা ছবি

জানা গিয়েছে, সম্প্রতি স্কটল্যান্ডে গিয়েছিলেন এই দম্পতি। সেখান থেকে ফিরে তাঁরা ভূতের সবচেয়ে পরিষ্কার ছবি পেয়েছেন বলে দাবি করেন। বিশ বছরের কেরিয়ারে এর আগে তাঁরা ভূতের এমন স্পষ্ট ছবি দেখেননি। এতে ভূতের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়র্কশায়ার লাইভের সঙ্গে একটি কথোপকথনে, লিনজি বলেছিলেন যে তিনি ছবিটির দিক থেকে চোখই সরাতে পারছেন না। তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে ভূতের এত স্পষ্ট ছবি তাঁর কাছে থাকতে পারে। তিনি এই ভূতের ছবিটি তুলেছেন স্কটল্যান্ডের একটি কারাগারে। এখনও পর্যন্ত যত ক্যামেরায় ভূতের ছবি ধরা পড়েছে, সেখানে শুধুই ছায়ার আকৃতি দেখা গিয়েছে। তবে এবারই প্রথম কারও মুখ দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

advertisement

আরও পড়ুন: মহিলা ভিক্ষুকের মৃত্যুর পর বস্তাবস্তা এ কী বেরোচ্ছে ঘর থেকে! তাজ্জব গোটা ইসলামপুর

বিভিন্ন জায়গায় ভূতের সন্ধান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভূতশিকারিরা সাধারণত ভূতের খোঁজে বিভিন্ন জায়গায় যান। ওই দম্পতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে তাঁদের ফলোয়ারদের কাছে দাবি করেছিলেন যে তাঁরা কিছু অদ্ভুত জিনিস দেখতে পেয়েছেন। এর পর তাঁরা দু'জনেই স্কটল্যান্ডে গিয়েছিলেন। ইয়র্কশায়ারে ফিরে আসার পর সেখানে ক্লিক করা ছবিগুলো নাড়াচাড়া করে দেখতে গিয়ে তাঁদের চোখ গিয়ে পড়ে অদ্ভুত একটি ছবির ওপরে। এতে খুবই স্পষ্টভাবে একটি মুখের আদল ধরা পড়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দম্পতি। ভূতের এমন স্পষ্ট ছবি প্রথমবার দেখে সকলেই প্রায় হতবাক হয়ে গিয়েছেন!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ghost: নিছক ছায়াশরীর নয়, বোঝা যাচ্ছে মুখাবয়ব! পৃথিবীর স্পষ্টতম ভূতের ছবি ধরা দিল ক্যামেরায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল