West Bengal News: মহিলা ভিক্ষুকের মৃত্যুর পর বস্তাবস্তা এ কী বেরোচ্ছে ঘর থেকে! তাজ্জব গোটা ইসলামপুর

Last Updated:

West Bengal News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনির বাসিন্দা কণিকা মহন্ত নামে এক মহিলা ভিক্ষুকের মৃত্যু হয়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে ফের উদ্ধার হল চার বস্তা খুচরো কয়েন ও এক ট্রাঙ্ক ১০, ২০, ৫০,১০০ টাকার নোট। সব মিলিয়ে লক্ষাধিক টাকার উপরে হতে পারে দাবি স্থানীয় কাউন্সিলারের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনির বাসিন্দা কণিকা মহন্ত নামে এক মহিলা ভিক্ষুকের মৃত্যু হয়। মৃত্যুর পরে তাঁর শোওয়ার ঘর থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকা উদ্ধার হয়। যা দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। সেই অর্থ উদ্ধারের পর থেকেই আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা মৃত কণিকা দেবীর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন।
advertisement
advertisement
প্রথম বার খুচরো কয়েন সহ ১০,২০,৫০,১০০ টাকার নোট উদ্ধার হয়। যা প্রায় কয়েক লক্ষ টাকা হবে। কিছুদিন পর আবার কণিকা দেবীর শোওয়ার ঘর থেকে প্রায় চার বস্তা খুচরো কয়েন ও ১০,২০,৫০,১০০ টাকার নোট উদ্ধার হয়। যা আনুমানিক লক্ষাধিক টাকার উপরে হতে পারে অনুমান করা হচ্ছে। এবং স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে আবার কয়েন গুলি গোনা শুরু করেছে স্থানীয়রা।
advertisement
কাউন্সিলর অসিত সেন জানিয়েছেন, কিছুদিন আগে প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকা উদ্ধার হয়েছিল। তা অবশ্য খুচরো কয়েন ছাড়া। পরে আবার চার বস্তা কয়েন ও এক ট্রাঙ্ক নোট উদ্ধার হয়। সেই গুলিও এবার গোনা হবে। যা মনে হচ্ছে প্রায় লক্ষাধিক হতে পারে বলে অনুমান স্থানীয়দের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: মহিলা ভিক্ষুকের মৃত্যুর পর বস্তাবস্তা এ কী বেরোচ্ছে ঘর থেকে! তাজ্জব গোটা ইসলামপুর
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement