মেয়েটি ভেতরে ঢোকার কিছুক্ষণ পর বুঝতে পারে, সে আর নড়তে পারছে না। তখন সে চিৎকার করে মাকে ডাকতে শুরু করে। মা প্রথমে চেষ্টা করেন মেয়েকে বের করতে, কিন্তু ব্যর্থ হন। বাধ্য হয়ে দমকল বিভাগে ফোন করেন।
আরও পড়ুন: রোজগার নেই, স্বামীর কলার ধরে প্রকাশ্যে একের পর এক থাপ্পড় মহিলার! ভাইরাল সেই ভিডিও, দেখুন…
advertisement
ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তখন মেয়েটি কাঁদছিল এবং বলছিল, “ব্যথা করছে!” উদ্ধারকারী দল সিদ্ধান্ত নেয় ওয়াশিং মেশিনের খোলস খুলে মেয়েটিকে বার করতে হবে, কারণ টেনে বের করলে সে আহত হতে পারে।
দলটি প্রথমে মেশিনের বাইরের কভার সরায়। মেয়েটিকে একটি কম্বলে ঢেকে হাইড্রলিক কাটার দিয়ে সাবধানে কাটে মেশিনটি। মোট ১৬ মিনিটে চলে এই উদ্ধার অভিযান। এই সময় মেয়েটিকে শান্ত থাকতে বলা হয় এবং তার মনোবল বাড়ানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।
আরও পড়ুন: কার্বন-ডাই-অক্সাইড কী? ছাত্রের উত্তর অবাক শিক্ষক! মিস না করে আপনারাও দেখুন…
শেষমেশ মেয়েটিকে কোনও গুরুতর চোট ছাড়াই উদ্ধার করা হয়। যদিও মা-মেয়ের সম্পর্ক এই ঘটনার পর ঠিক হয়েছে কি না জানা যায়নি, তবুও চীনা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ‘মজার’ ও ‘অদ্ভুত’ বলে ভাইরাল হয়ে উঠেছে।
এরকমই একটি ঘটনা ঘটে মার্চ মাসেই, যেখানে শানডং প্রদেশে এক ৪ বছরের ছেলে পার্কের একটি মানবাকৃতির মূর্তিতে চড়তে গিয়ে মাথা আটকে ফেলে। তাকে বের করতে দমকল কর্মীদের ১০ মিনিট সময় লাগে।