TRENDING:

viral: বিয়ের ৫ বছর পরেও মেলেনি ভিডিও! ফটোগ্রাফারের কাছে চাইতে গিয়ে নিগ্রহের মুখে দম্পতি

Last Updated:

এমনই এক ঘটনার অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশের খাজুরাহো থানা এলাকার লালপুুরওয়ার দম্পতি। এখানেই শেষ নয়, ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগও এনেছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিটি মানুষের জীবনেই বিয়ের দিনটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে সেই মধুর স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখা হয়। কিন্তু সেই ক্যামেরাবন্দি ছবি আর ভিডিও যদি পরে পাওয়া না যায়, সব কিছুই যেন মাঠে মারা যায়। তবে এটা এমন একটা ক্ষত হয়ে ওঠে, যা সারা জীবন বয়ে বেড়াতে হয়। হামেশাই নবদম্পতি এই রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন। এমনই এক ঘটনার অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশের খাজুরাহো থানা এলাকার লালপুুরওয়ার দম্পতি। এখানেই শেষ নয়, ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগও এনেছেন তাঁরা।
বিয়ের ৫ বছর পরেও মেলেনি ভিডিও! চাইতে গিয়ে নিগ্রহের মুখে দম্পতি
বিয়ের ৫ বছর পরেও মেলেনি ভিডিও! চাইতে গিয়ে নিগ্রহের মুখে দম্পতি
advertisement

অভিযোগকারীদের দাবি, তাঁদের বিয়ে হয়েছে ৫ বছর আগে। তবে বিয়ের ৫ বছর কেটে গেলেও ওই বিশেষ দিনের ছবি তোলার দায়িত্বে থাকা ফটোগ্রাফার গোবিন্দ কুশওয়াহা এখনও তাঁদের কোনও ছবি কিংবা ভিডিও দিয়ে উঠতে পারেননি। এমনকী অ্যাডভান্স বা অগ্রিম হিসেবে নেওয়া টাকাও ফেরত দেননি ওই ফটোগ্রাফার। এর পর সন্তানকে নিয়ে তাঁরা বিয়ের ক্যাসেট নিয়ে সটান হাজির হন গোবিন্দের কাছে। অভিযোগ, সেই সময় তাঁদের দুর্ব্যবহার করেন অভিযুক্ত। অভিযোগ দায়ের হওয়ার ৩ দিন কেটে যাওয়ার পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তুলেছেন ওই দম্পতি। এর জন্য তাঁরা ক্রমাগত এসডিপিও অফিস থেকে শুরু করে থানা – সবই ঘুরে ফেলেছেন।

advertisement

আরও পড়ুন: কাটা হাত, পা দিয়ে সেলাই করেই সন্তানদের ভবিষ্যৎ বুনছেন মা! জীবনযুদ্ধ জয়ের এই গল্প জানলে অবাক হবেন

মহিলার অভিযোগ, “বিয়ের পর থেকে ৫ বছর কেটে গিয়েছে। অথচ হাতে আসেনি বিয়ের ভিডিও।এমনকী কোনও টাকাও ফেরত পাইনি আমি। এই কারণে আমি গিয়েছিলাম ওই ফটোগ্রাফারের কাছে। তিনি প্রথমে গালিগালাজ করে। এর পর আমাকে ঠেলে ফেলে দেন। যার জেরে জ্ঞান হারিয়েছিলাম আমি। এখানেই শেষ নয়, নিজের পরিবারের লোকেদের জড়ো করে আমাদের মারতে উদ্যত হয়েছিলেন ওই ফটোগ্রাফার।” এই মর্মে অভিযোগ জানিয়ে খাজুরাহো থানা এবং এসডিপিও-তে একটি আবেদন জানিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন: ভুলেও বাড়িতে আনবেন না এই গাছ! দেখে নিন কী বলছে বাস্তুশাস্ত্র

খাজুরাহো থানার ইনচার্জ সন্দীপ খারে বলেছেন যে, আবেদনটি এসডিওপি অফিসে জমা দেওয়া হয়েছে। বিষয়টি আমাদেরও নজরে এসেছে। আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করা হবে। ঘটনার সত্যতা পাওয়া প্রমাণিত হলে অভিযুক্ত ফটোগ্রাফারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
viral: বিয়ের ৫ বছর পরেও মেলেনি ভিডিও! ফটোগ্রাফারের কাছে চাইতে গিয়ে নিগ্রহের মুখে দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল