Vastu Tips: ভুলেও বাড়িতে আনবেন না এই গাছ! দেখে নিন কী বলছে বাস্তুশাস্ত্র

Last Updated:

এমন কিছু গাছ রয়েছে, যা বাড়িতে লাগালে ক্ষতির সম্ভাবনা। অর্থনৈতিক সমৃদ্ধি হ্রাস, পরিবেশে অশান্তি হতে পারে গাছের কারণে।

ভুলেও বাড়িতে আনবেন না এই গাছ! দেখে নিন কী বলছে বাস্তুশাস্ত্র
ভুলেও বাড়িতে আনবেন না এই গাছ! দেখে নিন কী বলছে বাস্তুশাস্ত্র
পৃথিবীর জন্য গাছ বড় জরুরি। মানুষ তার নিজের স্বার্থে গাছ কেটে সাফ করছে ক্রমশ। আবার মানুষই তার চারপাশে গাছ লাগাতে পছন্দ করে। তবে বাস্তুশাস্ত্র অনুসারে, এমন কিছু গাছ রয়েছে, যা বাড়িতে লাগালে ক্ষতির সম্ভাবনা। অর্থনৈতিক সমৃদ্ধি হ্রাস, পরিবেশে অশান্তি হতে পারে গাছের কারণে।
পটনার বাস্তু বিশেষজ্ঞ কে পি সিং বলেন, ‘কিছু গাছ খারাপ প্রভাব ফেলে। এমন গাছ বাড়িতে লাগালে নেতিবাচক শক্তি প্রবল হতে পারে।’ জেনে নেওয়া যাক কোন কোন গাছ বাড়িতে লাগানো উচিত নয়—
মেহেন্দি—
advertisement
মেহেন্দি নিজে শুভ হিসেবে বিবেচিত হয়, বিশেষত বিবাহিত নারীদের ক্ষেত্রে। কিন্তু এই গাছ বাড়িতে লাগানো মোটেও শুভ বলে মনে করা হয় না। বাস্তু বিশেষজ্ঞের মতে, এটি নেতিবাচকতা তৈরি করে। মনে করা হয় মেহেন্দি গাছে অশুভ আত্মার ছায়া দ্রুত পড়ে। ফলে মেহেন্দির গাছ বাড়িতে লাগানো উচিত নয়।
advertisement
তেঁতুল—
বাড়িতে তেঁতুল গাছ লাগান বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে বিবেচিত হয় না। বাড়ির আশেপাশেও তেঁতুল গাছ থাকা শুভ নয়। বাড়ির কাছে তেঁতুল গাছ থাকলে জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। পরিবারের সদস্যদের বিভিন্ন রোগ হতে পারে, বাড়ির কর্তা-সহ অন্য সদস্যদের ব্যবসায়িক উন্নতি বিঘ্নিত হতে পারে। বাড়িতে অশান্তি হয়।
advertisement
কুল—
বাস্তু বিশেষজ্ঞ কেপি সিং বলেন, বাড়িতে বা বাড়ির আশেপাশে কোনও ভাবেই কুল গাছ থাকা ভাল নয়। এমনকী গাছেদের মধ্যে কুলই সব থেকে বেশি নেতিবাচক প্রভাব দেয় বলে মনে করা হয়। মনে করা হয় এই গাছটি পরিবারে দারিদ্র্য আনে।
তুলা—
সাধারণত কারও বাড়িতে তুলা গাছ থাকে না। তবে অনেক সময় কেউ বাড়ি সাজানোর জন্য এই গাছ আনতে পারেন। এটা ঠিক নয়। তুলোর ফুল দেখতে খুব সুন্দর। কিন্তু মনে করা হয় যে, ঘরে তুলার গাছ লাগানো উচিত নয় কারণ এই গাছটি বাড়িতে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। এছাড়া, বাস্তু অনুসারে, এই গাছগুলি দুর্ভাগ্য এবং দারিদ্রকে আমন্ত্রণ জানায়।
advertisement
বাবলা—
কেপি সিং-এর মতে, বাড়ির আশেপাশে যদি বাবলা গাছ থাকে, তাহলে সেটাও ভাল নয়। বাস্তু মতে, বাবলা গাছ জীবনে নানা সমস্যা ডেকে আনতে পারে। বাবলা গাছ থেকে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এবং ঘরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। একারণে পরিবারের সদস্যরা প্রায়ই অসুস্থ হতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vastu Tips: ভুলেও বাড়িতে আনবেন না এই গাছ! দেখে নিন কী বলছে বাস্তুশাস্ত্র
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement