আরও পড়ুন: মৃত্যুও পারল না…৫২ বছরের পথ চলা শেষ! অন্তিম বিদায়-এও এক চিতায় একসঙ্গে বৃদ্ধ-বৃদ্ধা, জানুন…
একটি পরীক্ষার প্রশ্ন ছিল—‘কার্বন-ডাই-অক্সাইড কী?’ এই প্রশ্নের উত্তরে ছাত্রটি যা লিখেছে, তা দেখে শিক্ষক হতবাক, আর ইন্টারনেট হাসিতে ফেটে পড়েছে। উত্তরটা ছিল, ‘When a person born in car and die outside, that is called Carbon-Dioxide.’ অর্থাৎ কোন মানুষ যখন গাড়ির বাইরে মারা যান, তাহলে তাকে কার্বনডাই অক্সাইড বলা হয়৷
advertisement
আরও পড়ুন: এক ট্রাক্টরকে কেন্দ্র করে শুরু হয়েছিল প্রেম, তা গড়ায় বিয়েতে! তারপর যা হল…
এই লাইন পড়ে সবাই একবাক্যে বলেছে—এমন “তেজস্বী উত্তর” আগে দেখিনি! রিলটি ইতিমধ্যেই ৪৮ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছে এবং হাজার হাজার লাফিং ইমোজিতে ভরে গেছে কমেন্ট বক্স। কারো মতে, আমাদের এতদিন যা পড়ানো হয়েছে, সব ভুল ছিল! কেউ আবার বলেছে, “Student rocked, teacher shocked!”
এই ধরনের মজার উত্তরগুলি এখন ইনস্টাগ্রাম রিলের অন্যতম জনপ্রিয় কনটেন্ট হয়ে উঠেছে। কেউ কেউ মজা করে বলেছেন, “এমন মাথা নিয়ে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল!”