আরও পড়ুন- ইনিই বলেছিলেন ‘করোনা’ আসবে! ২০২৫ সাল নিয়ে কী ‘ভবিষ্যদ্বাণী’ ৩৮ বছরের যুবকের?
বহুদিনের পরিত্যক্ত কুয়োর ভিতরে ক্যামেরা চালিয়েছিলেন এই উৎসাহী গবেষক দল। তার পর যা দেখা গেল, তাতে শিউরে উঠেলন সবাই। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কী ছিল প্রাচীন কুয়োর মধ্যে? ভাবতেও পারছেন না। দেখুন।
advertisement
https://youtu.be/9AIUYgH8zj0?si=aVekxzgmui3PYrIQ
কী দেখা গেল কুয়োর গভীরে?
ভিডিওর বিবরণে তারা লিখেছে, **”এটি একটি প্রাচীন পাথরের তৈরি কুয়ো, যার নীচে শক্ত পাথর রয়েছে। এগুলো কেটে তৈরি করা হয়েছে। যখন ক্যামেরা জলের নীচে যায়, তখন দুটি ভয়ঙ্কর জীব দেখা যায়।”** তারা দর্শকদের কাছে জানতে চেয়েছে, এই জীবগুলো কী হতে পারে। তবে, এটি জানতে হলে ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি দেখার পর আপনিও আতঙ্কিত হতে পারেন।
গোপ্রো ক্যামেরা দিয়ে রহস্যময় দৃশ্য ধরা পড়ল:
ওই ইউটিউবার নির্ভয়ে কুয়োর ভেতরে একটি টর্চলাইট জ্বালান। জলের গভীরতার কারণে আলো প্রতিফলিত হয়। ভেতরে কী আছে তা জানার জন্য তিনি একটি দড়িতে গোপ্রো ক্যামেরা বেঁধে ধীরে ধীরে গভীরে নামাতে থাকেন। প্রথমে, পাথরের টুকরো দিয়ে তৈরি দেওয়ালের মতো কাঠামো দেখা যায়। কিন্তু ক্যামেরা যখন জলের কাছে পৌঁছায়, তখন সেখানে ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। ক্যামেরায় ধরা পড়ে জলের ভেতরে অনেক আলাদা আকৃতির জীব এবং জিনিসপত্র!
ভিডিও শেয়ার করে সেই ব্যক্তি দর্শকদের কাছে জানতে চেয়েছেন, তাঁরা কী দেখেছেন? উল্লেখ্য, ইউটিউবে শেয়ার করা এই ভিডিওটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এখন পর্যন্ত ভিডিওটি ১২ লাখ ৩২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। অনেকেই ভিডিওটি দেখে মতামত জানিয়েছেন। আপনার কী মত?