রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রকাশিত মস্কোভস্কি কমসোমোলেতস সংবাদপত্রে মাখন চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিছ সুপারমার্কেটে দুগ্ধজাত পণ্য বিক্রির এলাকা থেকে মাখন সরিয়ে নিয়ে তা ক্যাভিয়ার বিক্রি করার বিশেষ ফ্রিজে রাখা হয়েছে। ওই ফ্রিজগুলো দোকানের বিল গ্রহণকারীর পাশে রাখা হয়।’
আরও পড়ুন: রক্তে ভেসে যাচ্ছে ঘর, পাশাপাশি পড়ে বাবা-মা-যুবতী কন্যার দেহ! ছেলে তখন…ভয়ঙ্কর ঘটনা রাজধানীতে
advertisement
কোনও কোনও চেইন শপে চুরি প্রতিরোধক বিশেষ বক্সে মাখন রাখা হচ্ছে। একজন সুপারমার্কেট কর্মী সংবাদপত্রটিকে জানিয়েছেন, মাখনের চুরি এখন অনেকটাই বেড়ে গেছে। কখনও কখনও প্রতি ঘণ্টায় ১০-১৫ প্যাকেট মাখনও চুরি হয়ে যাচ্ছে।
ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দাম অনেকটা কমে গিয়েছে। মূলত যুক্তরাষ্ট্র নতুন দফার যে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে, সে কারণেই ডলারের এই মূল্যপতন। সাম্প্রতিক সময়ে রুবল বেশ দুর্বল হয়েছে এবং একপর্যায়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ১১৫ রুবলে। তবে গত কয়েক দিনে রুবলের দাম সামান্য বেড়েছে।