বিয়ের আগে বর-কনের এমন একটি দারুণ মুহূর্ত এবার সামাজিক মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছে বিয়ের মরশুমে। সম্প্রতি ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা—বরকে দেখতে তর সইছে না কনের। হাজারও ভিউ ও লাইকে ভিডিওটি ভাইরাল (Bride Viral Video Watching Groom) হয়েছে ঝড়ের গতিতে।
advertisement
আরও পড়ুন: এই তারিখে জন্ম? ২০২২ আপনাকে করবে মালামাল! অপেক্ষা করছে সোনালি সাফল্যের দিন...
ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, লাল লেহেঙ্গা পরা কনে জানালার পাশে দাঁড়িয়ে রয়েছেন। হবু স্বামীকে দেখার জন্য অপেক্ষা করছেন কনে। এমন সময় নিচে তাকিয়ে দেখেন ঘোড়ায় চড়ে শেরওয়ানি পরা বর এসেছেন। জানালায় দাঁড়ানো হবু বউকে দেখে বরও নেচে ওঠেন (Bride Viral Video Watching Groom)। নেপথ্যে বাজছে সোনু নিগম ও অলকা ইয়াগনিকের জনপ্রিয় বিবাহসংগীত ‘চল পেয়ার কারেগি’।
ভাইরাল এই ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে ওই নববধূ পরনের দামি লেহেঙ্গা সামলেই নাচতে শুরু করে দেন জানলায়। আর ঠিক সেই সময় পেছন থেকে কোনও বন্ধু মজা করে ভিডিওটি রেকর্ড করেন। আর নিজের অজান্তেই ক্যামেরাবন্দি হন ওই কনে। অন্যদিকে শেরওয়ানি পরা এবং ঘোড়ায় বসে থাকা বরও তার ভাবী স্ত্রীর দিকে স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে নাচতে শুরু করে দেন মুহূর্তে। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের হিট গান "চল প্যায়ার কারেগি'।
নেটিজেনরা এই দম্পতির ভালোবাসার ওই অসাধারণ দৃশ্য দেখে আপ্লুত হয়ে যান। সকলেরই খুব মনে ধরেছে বর-কনের এই প্রেমপূর্ণ মুহূর্তের ছবি। লাইক-কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও। অনেকেই কমেন্টে লিখেছেন ভাইরাল ভিডিও দেখে তাদের মনে হচ্ছে ওই দম্পতি সত্যিই একে অপরকে ভালবাসেন।