Vastu tips For Kids Study: সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়াতে ঘরে করুন এই রং! ফল পাবেন মন্ত্রের মত, থাকবেন শান্তিতে-স্বস্তিতে

Last Updated:
Vastu tips For Kids Study: বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের রং পরিবর্তন করলে বাচ্চার পড়ায় মন বসতে পারে। তরতর করে উন্নতি হবে লেখাপড়ায়।
1/6
দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো (Institute)। মাঝে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছিল। স্কুল খুলতে শুরু করায়, বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের (Mental Health) ওপর ইতিবাচক প্রভাব (Positive Effect) পড়তে দেখা যায়। কিন্তু, আবারও বন্ধ হল স্কুল। এতে ফের পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে বাচ্চারা। এমনই মত অভিভাবকদের। কিন্তু, সামনেই পরীক্ষা। ফলে, এই সময় পড়াশোনায় আগ্রহ হারালে বেশ মুশকিল। এই সময় মেনে চলুন বাস্তু (Vastu) মত। জেনে নিন বাস্তু মতে, কীভাবে সন্তানের পড়াশোনা আরও ভালো করে তোলা যায়।
দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো (Institute)। মাঝে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছিল। স্কুল খুলতে শুরু করায়, বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের (Mental Health) ওপর ইতিবাচক প্রভাব (Positive Effect) পড়তে দেখা যায়। কিন্তু, আবারও বন্ধ হল স্কুল। এতে ফের পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে বাচ্চারা। এমনই মত অভিভাবকদের। কিন্তু, সামনেই পরীক্ষা। ফলে, এই সময় পড়াশোনায় আগ্রহ হারালে বেশ মুশকিল। এই সময় মেনে চলুন বাস্তু (Vastu) মত। জেনে নিন বাস্তু মতে, কীভাবে সন্তানের পড়াশোনা আরও ভালো করে তোলা যায়।
advertisement
2/6
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের রং মনের ওপর প্রভাব ফেলে। বাচ্চার মন চঞ্চল হবে, এটা স্বাভাবিক। কিন্তু, পড়াশোনায় (Education) মন না দিলে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের রং পরিবর্তন করলে বাচ্চার পড়ায় মন বসতে পারে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের রং মনের ওপর প্রভাব ফেলে। বাচ্চার মন চঞ্চল হবে, এটা স্বাভাবিক। কিন্তু, পড়াশোনায় (Education) মন না দিলে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের রং পরিবর্তন করলে বাচ্চার পড়ায় মন বসতে পারে।
advertisement
3/6
কী কী রং কাজে দেবে? বাস্তুশাস্ত্র মতে, বাচ্চার পড়ার ঘরে ক্রিম, হালকা বেগুনি, হালকা সবুজ, আকাশী, হালকা গোলাপী, হালকা সবুজ রং করান। হালকা রং বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বাচ্চার ঘরে ক্রিম, হালকা বেগুনি, হালকা সবুজ, আকাশী, হালকা গোলাপী, হালকা সবুজ রং করালে পড়ায় মন বসবে বাচ্চার।
কী কী রং কাজে দেবে? বাস্তুশাস্ত্র মতে, বাচ্চার পড়ার ঘরে ক্রিম, হালকা বেগুনি, হালকা সবুজ, আকাশী, হালকা গোলাপী, হালকা সবুজ রং করান। হালকা রং বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বাচ্চার ঘরে ক্রিম, হালকা বেগুনি, হালকা সবুজ, আকাশী, হালকা গোলাপী, হালকা সবুজ রং করালে পড়ায় মন বসবে বাচ্চার।
advertisement
4/6
দীর্ঘদিন ধরে চলছে অনলাইনে (Online) পড়াশোনা। স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে সাক্ষাত, গল্প, আড্ডা সবই বন্ধ। এর থেকে পড়াশোনায় এক ঘেঁয়েমি লাগাটা স্বাভাবিক। এর থেকে বাচ্চারা পড়াশোনায় আগ্রহ (Interest) হারাচ্ছে। মনোযোগ বসে না পড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তু টোটকা মেনে চলুন।
দীর্ঘদিন ধরে চলছে অনলাইনে (Online) পড়াশোনা। স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে সাক্ষাত, গল্প, আড্ডা সবই বন্ধ। এর থেকে পড়াশোনায় এক ঘেঁয়েমি লাগাটা স্বাভাবিক। এর থেকে বাচ্চারা পড়াশোনায় আগ্রহ (Interest) হারাচ্ছে। মনোযোগ বসে না পড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তু টোটকা মেনে চলুন।
advertisement
5/6
তবে শুধু পড়ার ঘরের রং পাল্টালেই হবে না। বাচ্চার পড়ার টেবিলও সাজান বাস্তু মেনে। বাচ্চার পড়ার টেবিলে কমপিউটার বা ল্যাপটপ থাকে। এই ল্যাপটপ (Laptop) বা কমপিউটারের (Computer) তার টেবিলের ওপর অগোছালো ভাবে রাখবেন না। এতে পড়ার মনোযোগ ব্যহত হয়।
তবে শুধু পড়ার ঘরের রং পাল্টালেই হবে না। বাচ্চার পড়ার টেবিলও সাজান বাস্তু মেনে। বাচ্চার পড়ার টেবিলে কমপিউটার বা ল্যাপটপ থাকে। এই ল্যাপটপ (Laptop) বা কমপিউটারের (Computer) তার টেবিলের ওপর অগোছালো ভাবে রাখবেন না। এতে পড়ার মনোযোগ ব্যহত হয়।
advertisement
6/6
সঙ্গে বাচ্চার পড়ার টেবিলে বই খাতা সুসজ্জিত ভাবে রাখুন। বই ছড়িয়ে রাখলে তার থেকে তৈরি হয় বাস্তু দোষ (Vastu Dosh), যা পড়ায় মনোযোগে ব্যাঘাত ঘটায়। তেমনই বাচ্চার বইয়ের তাক সব সময় রাখুন পরিষ্কার। তা না হলে তৈরি হবে বাস্তু দোষ। এতে ব্যঘাত ঘটবে পড়ায় (Education)।
সঙ্গে বাচ্চার পড়ার টেবিলে বই খাতা সুসজ্জিত ভাবে রাখুন। বই ছড়িয়ে রাখলে তার থেকে তৈরি হয় বাস্তু দোষ (Vastu Dosh), যা পড়ায় মনোযোগে ব্যাঘাত ঘটায়। তেমনই বাচ্চার বইয়ের তাক সব সময় রাখুন পরিষ্কার। তা না হলে তৈরি হবে বাস্তু দোষ। এতে ব্যঘাত ঘটবে পড়ায় (Education)।
advertisement
advertisement
advertisement