Vastu tips For Kids Study: সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়াতে ঘরে করুন এই রং! ফল পাবেন মন্ত্রের মত, থাকবেন শান্তিতে-স্বস্তিতে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vastu tips For Kids Study: বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের রং পরিবর্তন করলে বাচ্চার পড়ায় মন বসতে পারে। তরতর করে উন্নতি হবে লেখাপড়ায়।
দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো (Institute)। মাঝে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছিল। স্কুল খুলতে শুরু করায়, বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের (Mental Health) ওপর ইতিবাচক প্রভাব (Positive Effect) পড়তে দেখা যায়। কিন্তু, আবারও বন্ধ হল স্কুল। এতে ফের পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে বাচ্চারা। এমনই মত অভিভাবকদের। কিন্তু, সামনেই পরীক্ষা। ফলে, এই সময় পড়াশোনায় আগ্রহ হারালে বেশ মুশকিল। এই সময় মেনে চলুন বাস্তু (Vastu) মত। জেনে নিন বাস্তু মতে, কীভাবে সন্তানের পড়াশোনা আরও ভালো করে তোলা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement