TRENDING:

Bride Groom Fighting Viral Video: সাত পাকের পরেই শ্বশুরবাড়িতে বরের সঙ্গে তুলকালাম নববধূর! প্রথম দিনেই এমন কী ঘটল?

Last Updated:

Bride Groom Fighting Viral Video:নববিবাহিত দম্পতিকে বিবাহোত্তর অনুষ্ঠান করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে শ্বশুর বাড়িতে পৌঁছতেই বরের সঙ্গে ঝগড়া করতে দেখা যায় এই কনেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাইরাল ভিডিও : বিশ্বজুড়ে চলছে ভ্যালেন্টাইনস সপ্তাহ (Valentine's Week)। প্রত্যেকেই তাদের সঙ্গীর সঙ্গে একটি নতুন রোমান্টিক সময় উদযাপনের পরিকল্পনা করছেন৷ এমন পরিস্থিতিতে, একটি বিয়ের ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় তুমুল (Bride Groom Viral) ভাইরাল হয়েছে এবং লোকেরা এই দম্পতিকে দেখে মুগ্ধ হচ্ছেন। ভিডিওটি নববিবাহিত বর-কনে গাঁটছড়া বাঁধার দৃশ্য।
১) তুমি আমাকে কেন ভালোবাসো? এই প্রশ্নটা সাধারণত কেউই করেন না। কিন্তু এটাই সবচাইতে জরুরি প্রশ্ন। কেন ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয়- ‘তুমি অনেক সুন্দর’… তাহলে দ্বিতীয়বার ভাবুন। একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সঙ্গে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে।
১) তুমি আমাকে কেন ভালোবাসো? এই প্রশ্নটা সাধারণত কেউই করেন না। কিন্তু এটাই সবচাইতে জরুরি প্রশ্ন। কেন ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয়- ‘তুমি অনেক সুন্দর’… তাহলে দ্বিতীয়বার ভাবুন। একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সঙ্গে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে।
advertisement

আরও পড়ুন: কাজের চাপে নিজের এই গুরুত্বপূর্ণ অঙ্গের যত্ন নিতে ভুলে যাচ্ছেন? তাহলে কিন্তু বড় বিপদ!

আরও পড়ুন: স্নানের পরেই ভেজা গায়ে তোয়ালে জড়িয়ে কাজল হওয়ার শখ? ভয়ঙ্কর ভুল করছেন! অজান্তে ডেকে আনছেন বিরাট বিপদ...

এই সদ্য বিবাহিত দম্পতিকে বিয়ের পরে আচার-অনুষ্ঠান করতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে (Bride Groom Fighting Viral Video)। কনেকে তার শ্বশুরবাড়িতে বরণ করে নেওয়ার পরে সাধারণত এই আচারগুলি পালন করা হয়। দম্পতিকে (Viral Video) দুধ এবং জল ভর্তি একটি পাত্রে আংটি বা মুদ্রাটি খুঁজে বের করতে দেওয়া হয় একে অপরের। যে এটি প্রথম খুঁজে পাবে সে বিজয়ী (Bride Groom Viral) হবে এমনটাই নিয়ম। এমন পরিস্থিতিতে শ্বশুর বাড়িতে পৌঁছতেই বরের সঙ্গে ঝগড়া করতে দেখা যায় এই কনেকে।

advertisement

ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যেই না ওই জিনিসটি বরের হাতে আসে দুষ্টুমি করে কনে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে বরও কিছু কম যান না। পুরো শক্তি প্রয়োগ করেন এবং তার হাত ছাড়েন না একটুও।

আরও পড়ুন: বিছানায় উত্তাল রোম্যান্সের পরেই কেন ঘুম আসে পুরুষদের? আসল কারণ জানলে চমকে যাবেন!

advertisement

আরও পড়ুন: পাতলি কোমর চিকনি বদন! মহিলাদের নাচ দেখে সব সীমা পার করলেন বৃদ্ধ... কাঁপল সোশ্যাল মিডিয়া!

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

মজাদার এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Bride Groom Fighting Viral Video) খুব ভাইরাল হচ্ছে এবং ভ্যালেন্টাইন্স ডে-র প্রাক্কালে বর-বধূর এই খুঁনসুটি, ও প্রেমের লড়াই দেখে নেটিজেনরাও লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bride Groom Fighting Viral Video: সাত পাকের পরেই শ্বশুরবাড়িতে বরের সঙ্গে তুলকালাম নববধূর! প্রথম দিনেই এমন কী ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল