আরও পড়ুন: কাজের চাপে নিজের এই গুরুত্বপূর্ণ অঙ্গের যত্ন নিতে ভুলে যাচ্ছেন? তাহলে কিন্তু বড় বিপদ!
এই সদ্য বিবাহিত দম্পতিকে বিয়ের পরে আচার-অনুষ্ঠান করতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে (Bride Groom Fighting Viral Video)। কনেকে তার শ্বশুরবাড়িতে বরণ করে নেওয়ার পরে সাধারণত এই আচারগুলি পালন করা হয়। দম্পতিকে (Viral Video) দুধ এবং জল ভর্তি একটি পাত্রে আংটি বা মুদ্রাটি খুঁজে বের করতে দেওয়া হয় একে অপরের। যে এটি প্রথম খুঁজে পাবে সে বিজয়ী (Bride Groom Viral) হবে এমনটাই নিয়ম। এমন পরিস্থিতিতে শ্বশুর বাড়িতে পৌঁছতেই বরের সঙ্গে ঝগড়া করতে দেখা যায় এই কনেকে।
advertisement
ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যেই না ওই জিনিসটি বরের হাতে আসে দুষ্টুমি করে কনে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে বরও কিছু কম যান না। পুরো শক্তি প্রয়োগ করেন এবং তার হাত ছাড়েন না একটুও।
আরও পড়ুন: বিছানায় উত্তাল রোম্যান্সের পরেই কেন ঘুম আসে পুরুষদের? আসল কারণ জানলে চমকে যাবেন!
আরও পড়ুন: পাতলি কোমর চিকনি বদন! মহিলাদের নাচ দেখে সব সীমা পার করলেন বৃদ্ধ... কাঁপল সোশ্যাল মিডিয়া!
মজাদার এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Bride Groom Fighting Viral Video) খুব ভাইরাল হচ্ছে এবং ভ্যালেন্টাইন্স ডে-র প্রাক্কালে বর-বধূর এই খুঁনসুটি, ও প্রেমের লড়াই দেখে নেটিজেনরাও লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন।