TRENDING:

Viral Video: বিয়ের দিন স্টেজে তুমুল নাচ ! অনুষ্ঠান জমিয়ে দিলেন বর-বউ, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of Bride and Groom dancing: সম্প্রতি একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে পাত্র এবং পাত্রীরই দারুণ ডান্স পারফরম্যান্স দেখতে পাওয়া গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিয়েতে কত কাণ্ডই না ঘটে ! আর এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কোনও কিছু ঘটলে তার ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ কারণ মোবাইল হাতে ভিডিও বানানোর জন্য প্রত্যেকেই রেডি (Viral video of Bride & Groom Make a Grand Entry on Dance Stage) ৷
Photo: Instagram
Photo: Instagram
advertisement

সম্প্রতি একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে স্বয়ং পাত্র এবং পাত্রীরই দারুণ ডান্স পারফরম্যান্স দেখতে পাওয়া গিয়েছে ৷ আর সে নাচ দেখে সবাই মুগ্ধ ৷ এক একেকটা স্টেপস দেখলেই বোঝা যায়, আগের থেকে প্রস্তুতি নিয়েই তাঁরা এসেছিলেন ৷ অর্থাৎ এই অনুষ্ঠানের রিহার্সাল অনেক আগের থেকেই হয়েছিল ৷

আরও পড়ুন- বিয়েতে বরকে বসিয়ে রেখে ম্যাগি খেতে মগ্ন নতুন বউ! ভাইরাল ভিডিও দেখুন

advertisement

স্টেজে বর-বউয়ের এন্ট্রির অপেক্ষায় সকলেই ছিলেন ৷ হঠাৎ করেই আগমন ঘটে তাদের ৷ আর তাও একেবারে সিনেমার কায়দায় ৷ শুরুর থেকেই অনুষ্ঠান জমিয়ে দেন তাঁরা ৷ বাকিরাও তখন তাদের সঙ্গে মেতে ওঠেন ৷ বিশেষ করে পাত্রের পাত্রীকে ‘লিফট’ করে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে ফেলার দৃশ্যতে সকলেই মুগ্ধ ৷

advertisement

আরও পড়ুন-আফগানদের হারিয়ে উন্নতি হয়েছে নেট রান রেটে, বিরাটদের সেমিফাইনালে ওঠার অঙ্ক কী ?

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

বেশ কিছু সময় ধরে নাচ চলার পর অনুষ্ঠানে আগত বাকি অতিথিরাও অংশ নেন স্টেজে ৷ ‘In Da Ghetto’ গানটি এমনিতেই এখন দারুণ জনপ্রিয় ৷ তার সঙ্গে এই নাচের স্টেপস আলাদাই মাত্রা যোগ করেছিল ৷ অতিথিরা প্রত্যেকে ভালমতোই এনজয় করেছেন এই বিয়ে বাড়ি ৷ ইনস্টাগ্রাম পেজ WedAbout-এ এই ভিডিওটি আপলোড করা হয়েছে ৷ যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ প্রত্যেকেই মুগ্ধ পাত্র-পাত্রীর ডান্স পারফরম্যান্সে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের দিন স্টেজে তুমুল নাচ ! অনুষ্ঠান জমিয়ে দিলেন বর-বউ, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল