সেই মহিলা কর্মী অসুস্থ হয়ে পাওয়ার পর কোনও রকম সাহায্যই পাননি অফিসের তরফ থেকে। বরং শরীর খারাপ হওয়ার কারণে বসের বকুনি খেতে। শুধু তাই নয়। সেই মহিলার গায়ে সেঁটে দেওয়া হয় ‘অপেশাদার’ তকমা। একটি মহিলা সংক্রান্ত ওয়েবসাইটে এক পোস্ট মারফৎ পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: দু’টো, তিনটে না চারটে? সব মিলিয়ে ছবিতে ক’টা বৃত্ত আছে ধরতে পারছেন? চেষ্টা করে দেখুন তো
advertisement
আরও পড়ুন: বাতিলের স্তূপে মিলল বাবার পুরনো পাসবুক! ১০ কোটি টাকা পেতে আদালতে ছেলে
সেই মহিলা কর্মী স্বাস্থ্য বিভাগে কর্মরত। তিনি জানান, এক রোগীর সঙ্গে কথা বলতে গিয়ে আচমকাই জ্ঞান হারান সেই মহিলা। শরীর যে ভাল নেই, তা বুঝতে পারছিলেন সেই কর্মী। রোগীকে জানান, তাঁর সঙ্গে কথা বলার জন্য অন্য এক স্বাস্থ্যকর্মী। এর পর তিনি উঠতে গিয়েই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেই কর্মী।
পর দিন কাজে ফিরেই বসের সঙ্গে বৈঠক করতে হয় সেই মহিলা কর্মীকে। তাঁকে বোঝাবো হয় তিনি কতটা ‘অপেশাদার’-এর মতো কাজ করেছেন। বহু মানুষ সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এ ধরনের আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই।