Viral Optical Illusion: দু'টো, তিনটে না চারটে? সব মিলিয়ে ছবিতে ক'টা বৃত্ত আছে ধরতে পারছেন? চেষ্টা করে দেখুন তো

Last Updated:

Viral Optical Illusion: বেশিরভাগ ইউজারেরই বক্তব্য, সব মিলিয়ে ক'টা বৃত্ত আছে তা ধরতে গিয়ে তাঁদের চোখে ব্যথা করছে, মাথা ঝিমঝিম করছে।

বলুন তো মোট কটা গোল দেখতে পাচ্ছেন?
বলুন তো মোট কটা গোল দেখতে পাচ্ছেন?
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
সম্প্রতি এমনই এক অপটিক্যাল ইলিউশনের ছবি উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। এই ছবি দেখে দেখে অনেকটা সময় নিজেদের অজান্তেই পার করে ফেলছেন অনেকে। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! এই ছবিটি, সত্যি বলতে কী, একেবারে সাবেকি গতে বাঁধা অপটিক্যাল ইলিউশন এক। এর মধ্যে কোনও বড় চমক নেই, নেই নিজের চরিত্রের কোনও গোপন দিক বেরিয়ে আসার উত্তেজনা আর উৎকণ্ঠা। তাহলে এর মধ্যে কী আছে?
advertisement
এই অপটিক্যাল ইলিউশনে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই কয়েকটা বৃত্ত নিয়ে তৈরি করা এক নকশা। ধূসর ব্যাকগ্রাউন্ডের ওপরে সাদা আর কালো বিন্দু দিয়ে এই বৃত্তগুলো আঁকা হয়েছে। এই ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া রেডিটে। আর তার পর থেকেই শুরু হয়েছে হুলস্থুল। বেশিরভাগ ইউজারেরই বক্তব্য, সব মিলিয়ে ক’টা বৃত্ত আছে তা ধরতে গিয়ে তাঁদের চোখে ব্যথা করছে, মাথা ঝিমঝিম করছে। অনেকেরই দাবি- বৃত্ত আছে তিনটে বা চারটে।
advertisement
যিনি ছবিটা শেয়ার করেছেন রেডিটে, তাঁর দাবি কিন্তু অন্য সোশ্যাল মিডিয়া ইউজারদের চেয়ে আলাদা। সাফ জানাচ্ছেন তিনি- বৃত্ত আছে ছবিতে মোটে দু’টো, ভাল করে দেখলে সেটা মালুমও হবে!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: দু'টো, তিনটে না চারটে? সব মিলিয়ে ছবিতে ক'টা বৃত্ত আছে ধরতে পারছেন? চেষ্টা করে দেখুন তো
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement