আরও পড়ুন- অগ্নিপথ 'দিশাহীন'! হাসপাতাল থেকেই বিক্ষোভকারীদের বার্তা দিলেন সনিয়া গান্ধি!
ছত্তিশগড়ের কিছু আদিবাসী গ্রামে, সময় উল্টোদিকে এগোয়। এই গ্রামের সমস্ত ঘড়ির কাঁটাই বিপরীত দিকে চলে। সুতরাং, দুপুর ১২ টার পরে দুপুর ১ টা বাজে না, হয় সকাল ১১ টা। কোরবা জেলার আদিবাসী শক্তিপীঠের সঙ্গে যুক্ত গোন্ড আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী পরিবারগুলি বিশ্বাস করে তাদের ঘড়িটিই সবচেয়ে স্বাভাবিক কারণ এটিই প্রকৃতির নিয়ম মেনে চলে। তাঁদের মতে, পৃথিবী ডান থেকে বাম দিকে ঘোরে। এমনকি চাঁদও পৃথিবীর চারদিকে ঘোরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। পুকুরের ঘূর্ণিরও ঘোরে উল্টোদিকে। তাই এই সম্প্রদায়ের বিশ্বাস, প্রকৃতির চক্র যে দিকে চলেছে তার বিপরীতে তাঁরা কাজ করতে পারেন না।
advertisement
আরও পড়ুন- ব্যাপক আন্দোলনের আশঙ্কা? এ রাজ্যের স্টেশনে নিরাপত্তা বাড়াতে নির্দেশ কেন্দ্রের!
এই এলাকার বর এবং কনেও বিয়ের সময় উল্টোদিকে সাত পাক ঘোরেন। গোন্ড সম্প্রদায়ের মানুষ ছাড়াও অন্যান্য ২৯ টি সম্প্রদায়ের মানুষ গন্ডোয়ানা ঘড়ি অনুসরণ করে। আদিবাসী সম্প্রদায়ের এই মানুষরা মহুয়া, পারসা এবং অন্যান্য গাছের পুজো করেন। ছত্তিশগড়ের এই এলাকায় প্রায় দশ হাজার পরিবারের বাস এবং বাসিন্দারা সকলেই বিপরীত ঘড়ির সূত্রই মেনে চলেন।