এই তো গত বছরই অস্ট্রেলিয়ায় এমনই একটি চাকরি নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। সেই চাকরির জন্য বেতন ছিল ৪.৮ কোটি টাকা। এর পাশাপাশি ওই চাকরিতে বিনামূল্যে থাকার জন্য একটি প্রাসাদোপম বাড়িও দেওয়া হচ্ছিল। অথচ কেউ তা করতে আগ্রহী হয়নি। তবে পরে অবশ্য ওই চাকরির জন্য একজন প্রার্থী পাওয়া গিয়েছিল এবং এই শূন্য পদও পূরণ করা গিয়েছে।
advertisement
দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, পশ্চিম অস্ট্রেলিয়ায় কোয়ারাডিং (Quairading, Australia) নামে একটি জায়গা রয়েছে। যেখানে মূলত কৃষকরাই বসবাস করেন। আর কৃষিকাজই এখানকার মানুষের একমাত্র পেশা। তবে এই জায়গায় নেই কোনও চিকিৎসক। আসলে শহর থেকে অনেকটাই দূরবর্তী স্থানে হওয়ায় কোনও ডাক্তারই এখানে আসতে চান না। ফলে দেশের রাজধানী পার্থ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গার মানুষ সব সময়ই ডাক্তার খুঁজে পেতে সমস্যায় পড়েন। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৪ মার্চ সেখানকার জেনারেল প্র্যাক্টিশনারের চুক্তি শেষ হয়েছিল। কিন্তু তাঁর জায়গায় অন্য কোনও চিকিৎসক পাওয়া যায়নি।
ডাক্তার নিয়োগের জন্য:
চিকিৎসকের চাকরিতে প্রার্থীদের আকৃষ্ট করার জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফারও দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল যে, বার্ষিক ৪.৮ কোটি টাকা বেতন দেওয়া হবে। সেই সঙ্গে থাকার জন্য দেওয়া হবে একটি বিলাসবহুল ৪টি বেডরুমের একটি বাড়িও। কিন্তু দূরত্বের কারণে এখানে কেউ আসতে চাননি। আসলে এই জায়গায় প্রায় ৬০০ জন মানুষ ছিলেন, যাঁদের একজন ডাক্তারের প্রয়োজন ছিল। শুধু জানুয়ারি মাসে বেতন এবং বাড়ি দেওয়ার প্রস্তাব দিতেই অনেকে আবেদনপত্র পাঠান। দ্য সান ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় এখানকার কাউন্সিলর বলেন যে, অনেক প্রার্থীকে পরখ করার পরেই একজনকে নির্বাচিত করা হয়েছিল।
আরও পড়ুন– মোট ব্যবসার পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি, বন্ধন ব্যাঙ্কের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশিত
অস্ট্রেলিয়ায় ডাক্তারের ঘাটতি হবে:
কাউন্সিলর বেশ কিছু ওয়েবসাইটে বিবৃতি দিয়েছিলেন যে, ডাক্তার না পাওয়া গেলে মেডিক্যাল ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে এবং ওষুধের দোকানগুলিও বন্ধ হয়ে যাবে। যা অনেক রোগীর জন্যই অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। অস্ট্রেলিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, আগামী এক দশকে অস্ট্রেলিয়ায় ১০ হাজারেরও বেশি জেনারেল ফিজিশিয়ানের প্রয়োজন হবে। ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ডাক্তারদের চাহিদা ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখানে এত টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসকদের অভাব পূরণ করতে। অথচ তারপরেও এখানে ডাক্তার পাওয়া দুষ্কর!