পরিবার বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই তারা লক্ষ্য করেন, ঘরের বিভিন্ন কোণা থেকে একের পর এক সাপ বের হতে শুরু করছে। আতঙ্কিত পরিবার সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত উদ্ধার করেছেন প্রায় ২০ বিষধর সাপ, যার মধ্যে বাচ্চা ও বড় সাপ মিলিয়ে এত সংখ্যক সাপ একসঙ্গে দেখা অত্যন্ত বিরল। এলাকায় এই চমকপ্রদ দৃশ্য দেখার জন্য মানুষ ছুটে আসেন। কেউ কেউ এই ঘটনা ক্যামেরাবন্দি করতেও ভোলেননি। বন দফতরের কর্মকর্তারা জানাচ্ছেন, তারা সতর্কতার সঙ্গে সাপগুলোর নিরাপদ উদ্ধার এবং স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।
advertisement
স্থানীয়রা জানান, এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। বাড়ির বাইরে চলাফেরা করতেও অনেকেই দ্বিধা করছেন। ছোট শিশুরা এবং বৃদ্ধরা বিশেষভাবে আতঙ্কিত। এক কথায়, বাঁকড়া বাউলিয়াপাড়ায় ঘর থেকে একের পর এক সাপ বের হওয়ার এই ঘটনা পুরো এলাকার জন্য এক চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মধ্যে এখনও উত্তেজনা এবং কৌতূহলের মিশ্রণ বিরাজ করছে, এবং সবাই আশেপাশের বাড়ি ও খোলা জায়গায় সতর্কতা অবলম্বন করছেন।





