TRENDING:

Biriyani: সর্বনাশ! বিরিয়ানির মধ্যে ওটা কী! দেশের জনপ্রিয় বিরিয়ানিতে যা মিলল, বিরিয়ানি খেতে ভয় করবে!

Last Updated:

Biryani: রেস্তোরাঁটির মালিক সলমন মনসুরি। ভিডিওতে দেখা যাচ্ছে, আধপোড়া সিগারেটের টুকরো হাতে জবাবদিহি চাইছেন যুবকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: হায়দরাবাদের নামকরা আরটিসি এক্স রোডের বিরিয়ানি রেস্তোরাঁ। সেখানেই রাতে খেতে গিয়েছিলেন একদল যুবক। হাসি-ঠাট্টার সঙ্গে বিরিয়ানি ভোজ। একজন বিরিয়ানি মুখ তুলতে গিয়ে হঠাতই দেখতে পান তার মধ্যে উঁকি মারছে আধপোড়া সিগারেট! সঙ্গে সঙ্গে তুলকালাম। “বিরিয়ানির মধ্যে সিগারেট এল কোথা থেকে?” চিৎকার করতে শুরু করেন তাঁরা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা একইসঙ্গে হতবাক এবং ক্ষুব্ধ। অনেকেই বলছেন, “এর থেকে বাড়িতে রান্না করে খাওয়া ভাল।”
বিরিয়ানিতে ওটা কী!
বিরিয়ানিতে ওটা কী!
advertisement

রেস্তোরাঁটির মালিক সলমন মনসুরি। ভিডিওতে দেখা যাচ্ছে, আধপোড়া সিগারেটের টুকরো হাতে জবাবদিহি চাইছেন যুবকেরা। একজন বলছেন, “নিশ্চয়ই রান্নাঘরে কেউ ধূমপান করছিল। সেখান থেকেই এই কাণ্ড ঘটেছে।” তাঁকে শান্ত করার চেষ্টা করছেন রেস্তোরাঁর এক কর্মী। মালিকপক্ষের এক প্রতিনিধিও রয়েছেন। তিনি সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করছেন।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন কুন্তল ঘোষ! শর্ত শুনলে চমকে যাবেন

advertisement

ভিনীত কে নামের এক সোশ্যাল মিডিয়া ইউজার এক্সে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বাবুর্চির বিরিয়ানিতে সিগারেটের অবশিষ্টাংশ।” সঙ্গে নিজের মন্তব্যও জুড়ে দিয়েছেন তিনি, “বাড়িতে বিরিয়ানি রান্না করা শিখুন, তবেই এমন ঘটনা এড়ানো যাবে।”

গত ২৫ নভেম্বর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত ১৪,৩০০-এর বেশি ইউজার দেখেছেন ভিডিওটি। লাইক, কমেন্টও করেছেন হাজার হাজার ইউজার। প্রত্যেকেই রীতিমতো ক্ষুব্ধ। রেস্তোরাঁর রাধুনিদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। আবার কেউ কেউ মজাও করেছেন।

advertisement

এক ইউজার জানিয়েছেন, এই জন্যই তিনি বাড়িতে রাঁধুনি রেখেছেন। রেস্তরাঁয় যান না। লিখেছেন, “আমি রাঁধুনি রেখেছি ভাই। মাসিক ৫ হাজার।” আরেকজন লিখেছেন, “এসব দেখে রেস্তোরাঁয় খেতে যেতেই ভয় লাগছে।” মজার ছলে একজনের মন্তব্য, “অতিরিক্ত স্বাদের জন্যই ওরা এটা দিয়েছে।” আরেকজন লিখেছেন, “বাটস ফ্লেভার বিরিয়ানি।”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এবারই প্রথম নয়। আগেও রেস্তোরাঁর খাবারে আরশোলা, টিকটিকি মেলার খবর সামনে এসেছে। সেই সব নিয়ে হইচইও হয়েছে বিস্তর। তারপর আবার যে কে সেই। থিতিয়ে গিয়েছে সবকিছু। এবার আধপোড়া সিগারেট নিয়েও উত্তাল সোশ্যাল মিডিয়া। চলতি সপ্তাহের শুরুতে হায়দরাবাদের লাখদিকাপুল এলাকার বিভিন্ন রেস্তোরাঁ পরিদর্শন করেন ফুড সেফটি আধিকারিকরা। খাদ্য নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ ওঠে তিনটি রেস্তোরাঁর বিরুদ্ধে। পরিদর্শনের সময় রেস্তোরাঁর রান্নাঘর থেকে ইঁদুর, তেলাপোকা, বাসি খাবার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য উদ্ধার হয়। এমনকী এফএসএসএআই লাইসেন্স ছাড়াই একটি রেস্তোরাঁ চলছিল বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Biriyani: সর্বনাশ! বিরিয়ানির মধ্যে ওটা কী! দেশের জনপ্রিয় বিরিয়ানিতে যা মিলল, বিরিয়ানি খেতে ভয় করবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল