ভুবন বাদ্যকরের এই গান কালীপুজোর পর রিলিজ হবে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে আগের মতই তা জনপ্রিয়তা পাবে। এখন ভুবন বাদ্যকর তার নতুন গান নিয়েই ব্যস্ত। অন্যদিকে, তাঁর অনুরাগীরাও ভুবন বাদ্যকরের নতুন গানের খবর জানতে পেরেই উৎসাহিত।
আরও পড়ুনঃ সহপাঠীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি, ক্যাম্পাসে মোমবাতি মিছিলে শামিল হাজার হাজার IIT পড়ুয়া
advertisement
বেশ কয়েকদিন ধরে ভুবন বাদ্যকরকে সোশ্যাল মিডিয়া অথবা কোথাও অনুষ্ঠান করতে দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো হারিয়ে গেলেন। কিন্তু তা নয়। তিনি হারিয়ে যাননি বরং যাত্রায় অভিনয় করার জন্য তিনি মহড়া নিচ্ছিলেন, আর তা নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন।
এ বার সেই ব্যস্ততা কাটিয়ে ধীরে ধীরে ফের আগের জায়গায় আসতে চলেছেন তিনি। ভুবন বাদ্যকরের নতুন যে গানটি রিলিজ হতে চলেছে সেই গানটি হল, 'এখন আর দাদা বেচি না কাঁচা বাদাম।' জানা যাচ্ছে এই গানটি ইতিমধ্যেই স্টুডিওতে রেকর্ডিং হয়ে গিয়েছে এবং কালীপুজোর পরেই তা রিলিজ হবে। বীরভূমের দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরকে তার এই নতুন গানের সঙ্গে ফের দেখা যাবে সোশ্যাল মিডিয়ায় ঠিক কালীপুজোর পরেই।
Madhab Das