যারা দরিদ্র থেকে ধনী হয়েছেন, তারা এক এক পয়সা খরচ করতে চিন্তা করেন, আবার অনেকেই টাকা উড়িয়ে বেড়ান। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: চুইংগাম প্রথম কোন দেশে তৈরি হয়? ৯৯% সঠিক উত্তরটি জানেন না!
এই ভিডিওতে আরবের এক কোটিপতি তার গার্লফ্রেন্ডকে হেলিকপ্টার থেকে নামিয়ে হাতে হাত রেখে টাকা দিয়ে ভরা রাস্তার ওপর দিয়ে হাঁটাচ্ছেন। মাত্র ৫ সেকেন্ডে ওই মেয়ে জানিয়ে দিয়েছে, আরবের কোটিপতির গার্লফ্রেন্ড হওয়া কেমন। ভিডিওটি দেখে বাকি মেয়েরা হতাশ হতে পারে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি শেয়ার করেছে_verified অ্যাকাউন্ট @mr.thank.you, যার নাম সেরগেই কোসেঙ্কো (Sergei Kosenko)। ভিডিওতে সেরগেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার মাটিতে দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে অনেকগুলো টাকা রাখা। সেরগেই তার গার্লফ্রেন্ডকে হেলিকপ্টার থেকে নামিয়ে টাকা দিয়ে ভরা গাদা দিয়ে হাঁটাচ্ছেন। গার্লফ্রেন্ডও অসাধারণ রূপে সেখানে উপস্থিত, পরনে শর্ট এবং উপরে জ্যাকেট পরা। সেরগেই তার হাত ধরেই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মেয়ে হাঁটছে এমনভাবে যেন বলছে, আরবপতির গার্লফ্রেন্ড হওয়া কেমন। মেয়েটির স্টাইল এবং সৌন্দর্য দেখে অন্য মেয়েরা হয়তো হিংসা করতে পারে।
আরও পড়ুন: তাসে চার রাজার মধ্যে হার্টসের রাজার গোঁফ নেই কেন? আসল কারণ জানলে অবাক হয়ে যাবেন
ইনস্টাগ্রামে সেরগেই নিজের পরিচয় দিয়েছেন একজন আর্টিস্ট হিসেবে। তবে এই ভিডিওটি সত্যি কি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে, সে বিষয়ে নিউজ 18 নিশ্চিত করেনি। ভিডিওটি শেয়ার করার সময় সেরগেই ক্যাপশনে লিখেছেন, “মনি কার্পেট” অর্থাৎ টাকা দিয়ে তৈরি কার্পেট। জানিয়ে রাখা ভালো যে, সেরগেই একজন ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি রাশিয়ার বাসিন্দা।
যদিও, সেরগেই কী ব্যবসা করেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সেরগেই প্রায়ই এমন ধরনের রিল ভিডিও শেয়ার করেন, যেগুলি লাখ লাখ মানুষ লাইক করে। সেরগেই তার গার্লফ্রেন্ডকে হেলিকপ্টার থেকে নামিয়ে টাকা দিয়ে ভরা স্ট্যাশের ওপর দিয়ে হাঁটানোর এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং হাজার হাজার মানুষ এটি লাইক ও শেয়ার করেছে। ভিডিওটির নিচে অনেক মন্তব্যও এসেছে।