TRENDING:

'আমার বউকে চোখ মারা...!' পেট্রল পাম্পের কর্মীদের বেধড়ক মারলেন রাজস্থানের এসডিএম! ভিডিও ভাইরাল হতেই সব সত্যি ফাঁস

Last Updated:

রিপোর্ট অনুসারে, পাম্প কর্মী অফিসারের আগে অন্য গাড়ির ট্যাঙ্ক ভর্তি করার সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই তর্ক শুরু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থানের ভিলওয়ারা জেলার একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) এবং পেট্রল পাম্প কর্মীদের মধ্যে আচমকা উত্তপ্ত বাত্য বিনিময় শুরু হয়। আজমের-ভিলওয়ারা হাইওয়েতে অবস্থিত যশবন্তপুরা সিএনজি পেট্রল পাম্পে ঘটে যাওয়া এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং পুরো অডিও সামনে এসেছে।
News18
News18
advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ক্লিপে প্রতাপগড়ের বর্তমান এসডিএম ছোটু লাল শর্মাকে নিজের গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে। সেই সময়ে একজন পেট্রোল পাম্প কর্মচারী একটি সাদা গাড়ির ট্যাঙ্ক ভর্তি করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি কর্মচারীর কাছে পৌঁছানোর পর চিৎকার করে বলেন, “আমি এখানকার এসডিএম।”। কিছুক্ষণ পরে তিনি পাম্প পরিচারককে আগে পরিষেবা চেয়ে চড় মারেন।  অন্য একজন কর্মচারী দ্রুত তাঁদের কাছে যান এবং এসডিএমকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন এরকম করছেন। এসডিএম তাঁকেও থাপ্পড় মারেন। পেট্রল পাম্পের একজন কর্মী এবার এসডিএমের গায়ে হাত তোলেন, অন্যজন তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এদিকে, এসডিএমের স্ত্রীও ঘটনায় যোগ দেন এবং চিৎকার করতে থাকেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরিতে গিয়ে হাত পুড়িয়ে রান্না, আপনার জন্য রইল সহজে টেস্টি পাবদা মাছ রান্নার রেসিপি
আরও দেখুন

ঘটনার পর এসডিএম ছোটু লাল শর্মা রায়লা থানায় অভিযোগ দায়ের করেন, তিনি পেট্রল পাম্প কর্মচারীদের দুর্ব্যবহারের অভিযোগ করেন তারণ একজন কর্মচারী তাঁর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার সিসিটিভি ফুটেজে এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগে আরও বলা হয়েছে, কর্মচারীরা স্ত্রীর উপরে চিৎকার করেছিল বলেই ঝগড়া শুরু হয়েছিল। রায়লা থানার এসএইচও বাছরাজ চৌধুরি জানিয়েছেন যে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশবন্তপুরা পেট্রল পাম্পের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখন তদন্ত চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'আমার বউকে চোখ মারা...!' পেট্রল পাম্পের কর্মীদের বেধড়ক মারলেন রাজস্থানের এসডিএম! ভিডিও ভাইরাল হতেই সব সত্যি ফাঁস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল