TRENDING:

Viral News: ছেলে বিয়েতে বসার আগে তাঁকে স্তন্যপান করাচ্ছেন মা, দেখে ফেললেন নববধূ, তার পর..

Last Updated:

Viral News: আপাতত এই টিকটক ভিডিওটি ডিলিড করে দেওয়া হয়েছে৷ তবে এই কথোপকথনের এপিসোডটি রয়ে গিয়েছে ইউটিউবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অবাক কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কী হয়েছে, সেই ঘটনা শুনে চোখ কপালে উঠেছে সকলের৷ ব্রিটেনের জর্জিয়া মিচেল নামে এক ওয়েডিং প্ল্যানার জানিয়েছেন, তিনি একটি বিয়ে আয়োজন করেছিলেন, সেখানে অদ্ভুত কাণ্ড দেখেছিলেন নববধূ৷ তিনি দেখেছিলেন, তাঁর সদ্যবিবাহিত স্বামীকে স্তন্যপান করাচ্ছেন মা৷ তা দেখে চমকে গিয়েছিলেন সকলে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

একটি পডকাস্ট জনপ্রিয় হয়েছে ‘দ্যা ইউনিফিল্টার্ড ব্রাইড’৷ বেথ স্মিথ নামে এক কো-হোস্টকে মিচেল বলেছেন, তিনি জীবনে কোনওদিন এই ঘটনা তিনি দেখেননি৷ বিয়ের আগের মুহূর্তে একবার শৌচালয়ে গিয়েছিলেন সেই বিয়ের বধূ, তিনি সেখানে গিয়েই এই মারাত্মক ঘটনা দেখেন৷ তিনি কী দেখলেন, তা চোখকে বিশ্বাস করে উঠতে পারেননি তখন৷ হঠাৎ দুঃস্বপ্ন নেমে এসেছিল তাঁর জীবনে৷

advertisement

আরও পড়ুন: দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান! প্রকাশ্যেই তা স্বীকার করে নিলেন খোদ মন্ত্রী, এবার কী হবে?

আরও পড়ুন: ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর

তার পর এই ঘটনার আরও বিস্তারিত জানতে মিচেলকে আরও জিজ্ঞাসা করেন তিনি৷ তিনি বলেন, ‘‘তিনি কী দেখেছিলেন বলে আপনার মনে হয়৷’’ এই প্রশ্ন করার সময় আসল কথাটি প্রকাশ্যে আসেনি৷ তখন মিচেলকে বেশ কয়েকটি অপশন দিয়েছিলেন হোস্ট৷ তিনি বলেছিলেন, ‘কী দেখেছিলেন ওই মহিলা৷ বর কী মাদক নিচ্ছিলেন, বা হস্তমৈথুন করছিলেন, বা অন্য কোনও মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিলেন?’’ মিচেল সেই সময়ে বলেন, ‘‘না, তিনি দেখে ফেলেছিলেন ওই ছেলের মা ছেলেটিকে স্তন্যপান করাচ্ছিলেন৷’’

advertisement

https://www.youtube.com/shorts/v6614bfPIoY

আপাতত এই টিকটক ভিডিওটি ডিলিড করে দেওয়া হয়েছে৷ তবে এই কথোপকথনের এপিসোডটি রয়ে গিয়েছে ইউটিউবে৷ তবে পরিবেষক অবাক হয়ে গিয়েছিলেন, কেন ওই মহিলা ছেলেকে স্তন্যপান করাচ্ছিলেন৷ মিচেল বলেন. সে কথা খুব স্পষ্ট করে বোঝার উপায় নেই৷ তবে চিকিৎসকরা বলছেন, মনে করা হয়, ওই মহিলা ছেলেকে স্তন্যপান করানো কোনওদিন বন্ধ করেননি৷ সেই কারণেই তাঁর অভ্যাস রয়ে গিয়েছে৷ সন্তান জন্ম দেওয়ার এতদিন পরও তাঁর দুগ্ধ উৎপাদনে কোনও সমস্যা হচ্ছে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

তার পর কী হল? তারপর মিচেল বলেন, আর কী হবে, যা হওয়ার তাই হয়েছে৷ এর পর নিশ্চয়ই বিয়ে হওয়ার কথা নয়৷ সবাই অপেক্ষা করছিলেন, কিন্তু বিয়েটা বোধহয় শেষ পর্যন্ত হয়নি৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ছেলে বিয়েতে বসার আগে তাঁকে স্তন্যপান করাচ্ছেন মা, দেখে ফেললেন নববধূ, তার পর..
Open in App
হোম
খবর
ফটো
লোকাল