আরও পড়ুন- পার্থ-অর্পিতা নয়, অমিত শাহকে দুর্নীতিতে জড়িত ১০০ তৃণমূল নেতার নাম দিলেন শুভেন্দু
আপাতত এই শিল্পটি প্রদর্শিত হচ্ছে অকল্যান্ডের মিশেল লেত গ্যালারিতে এই ঘটনাটি ঘটেছে। মেথ্যু গ্রিফিন ম্যাকডোনাল্ডসের একটি চিজ বার্গার খাচ্ছিলেন। সেই চিজ বার্গার থেকে এক টুকরো আচার ছিটকে গিয়ে লাগে ওই গ্যালারির ছাদে। সেই ছাদে স্বাভাবিক কারণে সেটি আটকে যায়। তৈলাক্ত ভাব সেটিকে আটকে রাখে কংক্রিটের দেওয়ালে। আর সেটির ছবিই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি এই আচার শিল্পের একটি ছবিও শেয়ার করেছিলেন, নাম দিয়েছিলেন পিকল (আচার)। তার পর থেকে এটি খ্যতি পেয়েছে আচার শিল্প নামে। হাজারে হাজারে কমেন্ট, শেয়ারে ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়া। শেষে এটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পী, দাম উঠেছে ৫ লক্ষ টাকা।
advertisement
সংবাদ মাধ্যম এই নিয়ে প্রশ্ন করেছিল সিডনির ফাইন আর্টস সংগঠনের ডিরেক্টর রায়ান ম্যুরকে। তিনি বলেছেন, এই ছবি দেখে যে অনেকে হাসি-ঠাট্টা করছেন, সেটা ঠিক নয়। এটি কোনও শিল্প কি না, তা নিয়েও বিশেষ ভাবিত নন তিনি। তিনি মনে করছেন, এর ফলে বিভিন্ন মানুষের মধ্যে যে শিল্পবোধ নিয়ে আলোচনা তৈরি হচ্ছে, সেটাই এই শিল্পের স্বার্থকতা। তিনি বলেছেন, একজন শিল্পী ঠিক করেন না, কোনটি শিল্প, কোনটি নয়, তিনি সৃষ্টি করেন। আমরা, মানে আমারা যাঁরা সমাজবদ্ধ জীব, শিল্পের দর্শক, তাঁরা কোনটিকে আর্ট হিসাবে ভাবছি, সেটিই আসল বিষয়। আপাত ভাবে দেখে মনে হতে পারে, এটি শিল্পীর কোনও ভূমিকা নেই। কিন্তু এখানেই শিল্পীর ভূমিকা। দর্শক মনে করছেন, এর মধ্যে ভাষ্কর্যের কোনও রূপ আছে।