TRENDING:

কাক মাথা ছুঁঁয়ে গিয়েছে? সাবধান! সামনেই সর্বনাশ, জেনে নিন কাক দেখা কখন শুভ কখন মারাত্মক অশুভ

Last Updated:

কথিত আছে, কাক নাকি মানুষের জীবনে ঘটতে চলা শু বা অশুভ ঘটনার আঁচ আগে থেকেই পেয়ে যায়! সেই মতো জানানও দেয়। কাক দেখা কখন শুভ? কখন আবার মারাত্মক অশুভ? পড়ুন কী বলছে শাস্ত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কথিত আছে, কাক নাকি মানুষের জীবনে ঘটতে চলা শু বা অশুভ ঘটনার আঁচ আগে থেকেই পেয়ে যায়! সেই মতো জানানও দেয়। কাক দেখা কখন শুভ? কখন আবার মারাত্মক অশুভ? পড়ুন কী বলছে শাস্ত্র
advertisement

কাক উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির শরীরের অংশ ছুঁয়ে গেলে অত্যন্ত শুভ ইঙ্গিত মনে করা হয়। শীঘ্রই প্রচুর টাকা আপনার হাতে আসবে। কিন্তু কাক যদি ওড়ার সময় মাথা ছুঁইয়ে যায়, তা হলে সাবধান! মারাত্মক শরীর খারাপ করবে, আর্থিক অনটনে জীবন ছাড়খাড় হয়ে যাবে।

advertisement

এক জায়গায় অনেকগুলি কাককে বসে থাকতে দেখলে জানবেন সামনেই ঘোর বিপদ! আপনার কোনও বড় সর্বনাশ হতে চলেছে। কোনও বাড়ির ছাদে অনেক কাক চেঁচামিচি করলে বুঝতে হবে সেই পরিবারের অশুভ সময় আসছে।

advertisement

কাক উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির ওপর মলত্যাগ করলে সর্বনাশ! শরীর খারাপে ভুগতে হবে, প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কোথাও যাওয়ার সময় পথে কোনও পাত্রে কাককে জল পান করতে দেখা অত্যন্ত শুভ, আপনি খুব তাড়াতাড়ি প্রচুর টাকা পাবেন। পাশাপাশি, কাককে ঠোঁটে করে খাবার নিয়ে উঠে যেতে দেখাও শুভ সংকেত। আপনি শীঘ্রই অর্থ লাভ করবেন। বলা হয়, দুপুর বেলা উত্তর বা পূর্ব দিক দিয়ে কাকের আওয়াজ শুনতে পাওয়া শুভ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কাক মাথা ছুঁঁয়ে গিয়েছে? সাবধান! সামনেই সর্বনাশ, জেনে নিন কাক দেখা কখন শুভ কখন মারাত্মক অশুভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল