TRENDING:

ঠিক যেন গ্রিক পুরাণের ইকারাসের পতন, সূর্যের প্রেক্ষাপটে মানুষের স্কাইডাইভিংয়ের ছবি তুলে চমকে দিলেন জ্যোতির্বিদ

Last Updated:

এক স্কাইডাইভারের এক ছবি প্রকাশ্যে এসেছে, যা দেখে মনে হচ্ছে ঠিক যেন এই স্কাইডাইভার আমাদের চোখের সামনেই মহাকাশের শূন্যতার মধ্য দিয়ে গড়িয়ে পড়ছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জ্যোতির্বিদ এমন এক ছবি তুলেছেন যে তা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। তাঁর তোলা সেই ছবিতে সূর্যের জ্বলন্ত পৃষ্ঠের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণভাবে নীচে পড়তে থাকা এক স্কাইডাইভারের এক ছবি প্রকাশ্যে এসেছে, যা দেখে মনে হচ্ছে ঠিক যেন এই স্কাইডাইভার আমাদের চোখের সামনেই মহাকাশের শূন্যতার মধ্য দিয়ে গড়িয়ে পড়ছেন।
সূর্যের প্রেক্ষাপটে মানুষের স্কাইডাইভিংয়ের ছবি তুলে চমকে দিলেন জ্যোতির্বিদ
সূর্যের প্রেক্ষাপটে মানুষের স্কাইডাইভিংয়ের ছবি তুলে চমকে দিলেন জ্যোতির্বিদ
advertisement

এই জায়গায় এসে সঙ্গত কারণেই প্রশ্ন উঠবে যে ছবিটি কে তুলেছেন। আরিজোনা-ভিত্তিক একজন জ্যোতির্বিদ তুলেছেন এই ছবি, তাঁর নাম অ্যান্ড্রু ম্যাকার্থি। যিনি সূর্যের ছবি তোলার ক্ষেত্রে বিশেষজ্ঞ। ছবিতে থাকা স্কাইডাইভার হলেন ইউটিউবার এবং সঙ্গীতশিল্পী গ্যাব্রিয়েল সি. ব্রাউন। তিনি ম্যাকার্থির ক্যামেরা থেকে প্রায় ৮,০০০ ফুট (২,৪৪০ মিটার) দূরে, প্রায় ৩,৫০০ ফুট (১,০৭০ মিটার) উচ্চতায় একটি ছোট প্রপেলার-চালিত জাহাজ থেকে লাফিয়ে পড়েছিলেন। ব্রাউন একটি ইনস্টাগ্রাম পোস্টে শ্যুটিংয়ের বেশ কয়েকটি নেপথ্যের ছবি শেয়ার করেছেন, যার মধ্যে তাঁর এবং ম্যাকার্থির শট উদযাপনের একটি ভিডিও রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাত মাসেই আড়াই লাখ টাকার বিক্রি, কলা চাষ করে কোটিপতি হচ্ছেন এক সময়ের প্রবাসী
আরও দেখুন

ম্যাকার্থি কেন এই শটকে দ্য ফল অফ ইকারাস, বাংলায় বললে ইকারাসের পতন নাম দিয়েছেন, সেটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। এই কাহিনি গ্রিক পুরাণের। সেখানে একজন বিখ্যাত স্থপতির কথা পাওয়া যায়, তাঁর নাম ডেডালাস। তিনি রাজা মিনোসের জন্য এক গোলকধাঁধা তৈরি করেছিলেন, যা লেবারিন্থ অফ ক্রিট নামে প্রসিদ্ধ। মিনোসের আশঙ্কা হয় ডেডালাস এই গোলকধাঁধার রহস্য জনসমক্ষে বলে দেবেন, তাই তিনি স্থপতি এবং তাঁর পুত্র ইকারাসকে কারাগারে নিক্ষেপ করেন। পিতা-পুত্র পাখির পালক, কম্বলের সুতো, মোম ইত্যাদি দিয়ে সুবিশাল একজোড়া ডানা বানিয়ে পালিয়ে যান। ইকারাস বাবার বারণ শোনেননি, তিনি সূর্যের খুব কাছে চলে যাওয়ায় ডানার মোম গলে গিয়ে সমুদ্রে পড়ে মারা যান! ম্যাকার্থির ছবি সেই কিংবদন্তিকেই নতুন করে প্রাণ দিল!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঠিক যেন গ্রিক পুরাণের ইকারাসের পতন, সূর্যের প্রেক্ষাপটে মানুষের স্কাইডাইভিংয়ের ছবি তুলে চমকে দিলেন জ্যোতির্বিদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল