TRENDING:

Astronaut Shares Photo: মহাকাশ থেকে ভারতে বিদ্যুৎ চমকানোর ছবি! সাক্ষী মহাকাশচারী, দেখে নিন অসাধারণ মুহূর্তের ছবি

Last Updated:

ছবি দেখে পৃথিবীর এপারে থাকা বাসিন্দারা মুগ্ধ হয়ে গিয়েছে৷ ম্যাথিউ ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন থেকে তাঁর টুইটার হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আকাশে বিদ্যুৎ চমকানোর ছবি ভয়ানক সুন্দর৷ সেই মুহূর্তের ছবি কতজনাই না ফোনবন্দি করে৷ মহাকাশ থেকে এই বিদ্যুতের ছবি ওতটাও ভয়ঙ্কর লাগে না৷বরং এক অদ্ভুত সুন্দরের মোহ ঘিরে থাকে ছবি জুড়ে৷ এমনই এক ছবি তুলে পাঠালেন মহাকাশচারী ম্যাথিউ ডমিনিক৷
মহাকাশ থেকে তোলা হল বিদ্যুৎ চমকানোর ছবি
মহাকাশ থেকে তোলা হল বিদ্যুৎ চমকানোর ছবি
advertisement

১৭ অগাস্ট, এক মহাকাশ থেকে বিদ্যুৎ চমকানোর ছবি ক্যামেরা বন্দি করেছেন, ম্যাথিউ৷ সেই ছবি কোন দেশের জানের? ভারতের৷ আমাদের দেশে তখন কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে৷ এই দেশে বসে কেউ ভয় পেয়েছে, কেউ দুশ্চিন্তা করেছে, কেউ অবাক হয়ে দেখেছে প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর রূপকে৷ আর মহাকাশে বসে একজন সেই অসাধারণ মুহূর্তের ছবি তুলছিল৷

advertisement

আরও পড়ুন: পুরুষ ছাড়াই সন্তান উৎপাদনে সক্ষম, কোন প্রাণী জানেন? শুনলে চমকে উঠবেন!

সেই ছবি দেখে পৃথিবীর এপারে থাকা বাসিন্দারা মুগ্ধ হয়ে গিয়েছে৷ ম্যাথিউ ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন থেকে টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘‘ভারতে কোনও একটা জায়গায় এই বজ্রপাত হচ্ছে৷ বার্স্ট মুডে এই ছবিগুলো তুলেছিলাম৷ এই ছবি নিজেই স্বয়ংসম্পূর্ণ৷  এর জন্য কোনও রকম ক্রপ বা এডিটের দরকার লাগে না৷’’

advertisement

আরও পড়ুন: হু হু করে কমল ওজন, ৬০০ কেজি কমে হল ৬৩! তারপর কী হল? দেখলে চমকে যাবেন

অনেকেই এই পোস্টে কমেন্ট, লাইক করেছে৷ একভারতীয় কমেন্ট করেছে, ‘‘ সুপারকুল ছবি! মালভুমির মতো দেখতে লাগছে অঞ্চলটাকে৷ প্লিজ় জানান এটা ভারতের কোন অঞ্চল?’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আমরা প্রাকৃতিক দুর্যোগে ভয় পাই, কখনও মুগ্ধ হই৷ কিন্তু আমাদের বাইরে বিরাট ব্যাপক প্রাণহীন মহাকাশে আমাদের পৃথিবী কী অসাধারণ সুন্দর! এই ছবির অসাধারণ রঙ, আলোর বৈপরিত্য, জলের আভাস তারই প্রমাণ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Astronaut Shares Photo: মহাকাশ থেকে ভারতে বিদ্যুৎ চমকানোর ছবি! সাক্ষী মহাকাশচারী, দেখে নিন অসাধারণ মুহূর্তের ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল