Knowledge Story:পুরুষ ছাড়াই সন্তান উৎপাদনে সক্ষম, কোন প্রাণী জানেন? শুনলে চমকে উঠবেন!

Last Updated:

চোখ প্রায় নেই বললেই চলে৷ যেন ছোট-ছোট দুটে কাল বিন্দু৷ ছোট পোকা বা উইপোকা এই প্রাণীর খাদ্য৷

সবচেয়ে ছোট সাপ (Photo: Canva)
সবচেয়ে ছোট সাপ (Photo: Canva)
ছোট-ছোট প্রাণী, চারিদিকে কিলবিল করছে৷ খানিক নাক সিঁটকানো দৃশ্য সর্বত্র, ঠিক কেঁচোর মতো৷ তবে এতটাই ছোট, দেখে ভয় লাগে না৷ তবে খুব ভাল দৃশ্যও নয়৷ কি সেই প্রাণী? না কি সাপ৷
সাপ, এই নামটা শুনলেই কী মাথায় আসে৷ এক বড়, বিষাক্ত ভয়ের চিত্রকল্প৷ তার ছোবল থেকে সকলেই তটস্থ থাকে৷ কিন্তু বড়, ভয়ঙ্কর আকার ছাড়াও সাপের বেশ কিছু প্রজাতি থাকে৷দেখে যেন মনে হয় কেঁচো৷
advertisement
advertisement
তবে এই  সাপের সবচেয়ে এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে৷ এই প্রজাতির সব সাপই স্ত্রী লিঙ্গের৷ শুধু তাই নয়, সন্তান জন্ম দিতে এদের কোনও রকম পুরুষ সাপের দরকার পড়ে না৷
দেখতে যেমন ভয়ঙ্কর নয়, ঠিক তেমনই প্রকৃতিগত ভাবেও এই সাপ খুব ভয়ঙ্কর নয়৷ কারণ এরা একেবারেই বিষাক্ত নয়৷
advertisement
সাপগুলো খুব ছোট৷ চোখ প্রায় নেই বললেই চলে৷ যেন ছোট-ছোট দুটে কাল বিন্দু৷ ছোট পোকা বা উইপোকা এই সাপগুলোর খাদ্য৷ কত অদ্ভুত প্রাণি-ই না এই পৃথিবীতে রয়েছে৷ তার কতটুকুরই বা তল আমরা পাই৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge Story:পুরুষ ছাড়াই সন্তান উৎপাদনে সক্ষম, কোন প্রাণী জানেন? শুনলে চমকে উঠবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement