এক সংবাদপত্রের বিজ্ঞাপনের একটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে সেই ব্যক্তি দাবি করেছে, তিনি তাঁর মৃত্যুর শংসাপত্র হারিয়ে ফেলেছেন। ব্যক্তির নাম রঞ্জিত কুমার চক্রবর্তী। সংবাদপত্রের 'মিসিং কলাম'-এ এই বিজ্ঞাপনটি দিয়েছেন। ব্যক্তির দাবি অনুযায়ী, তিনি গত ৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর শংসাপত্রটি হারিয়ে ফেলেছেন। এমনকি হারানো শংসাপত্রের ক্রমিক নম্বরও দিয়েছেন রঞ্জিত। জানিয়েছেন, অসমের লামডিং বাজারে হারিয়ে ফেলেছেন তিনি।
advertisement
ট্যুইটার জুড়ে হাসির দমক। কেউ কেউ আবার ছাপার ভুল নিয়েও সমালোচনা করেছেন। আইএএস অফিসার রুপিন শর্মা এই বিজ্ঞাপনের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, 'এ কেবলমাত্র শুধুমাত্র ভারতেই ঘটে।'
আরও পড়ুন: স্ট্রবেরি-ব্লুবেরি স্বাদের সিঙাড়া খাবেন? আজব এই খাবারের খবরে তাজ্জব নেটিজেন
কেউ মস্করা করে লিখলেন, 'যদি খুঁজে পাওয়া যায়, তবে কি ডেথ সার্টিফিকেটটা স্বর্গে পাঠানো হবে নাকি নরকে?' কারও লেখা, 'এই ব্যক্তি বোধ হয় ঢুকতে পারছেন না তাই ফিরে এসেছেন।' কেউ আবার এই বিজ্ঞাপনটিকে 'ভূতের বিজ্ঞাপন' তকমা দিয়ে দিয়েছেন।