TRENDING:

আমার ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি, কাগজে বিজ্ঞাপন দিয়ে জোর চর্চায় রঞ্জিত কুমার!

Last Updated:

কেউ মস্করা করে লিখলেন, 'যদি খুঁজে পাওয়া যায়, তবে কি ডেথ সার্টিফিকেটটা স্বর্গে পাঠানো হবে নাকি নরকে?' কারও লেখা, 'এই ব্যক্তি বোধ হয় ঢুকতে পারছেন না তাই ফিরে এসেছেন।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিসপুর: সোশ্যাল মিডিয়ার দৌলতে আবারও অদ্ভুত ঘটনা প্রকাশ্যে। অসমের এক ব্যক্তির একটি বিজ্ঞাপন নিয়ে কোথাও হাসির রোল, কোথাও বিরক্তি, কোথাও আবার সংশয় তৈরি হয়েছে।
advertisement

এক সংবাদপত্রের বিজ্ঞাপনের একটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে সেই ব্যক্তি দাবি করেছে, তিনি তাঁর মৃত্যুর শংসাপত্র হারিয়ে ফেলেছেন। ব্যক্তির নাম রঞ্জিত কুমার চক্রবর্তী। সংবাদপত্রের 'মিসিং কলাম'-এ এই বিজ্ঞাপনটি দিয়েছেন। ব্যক্তির দাবি অনুযায়ী, তিনি গত ৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর শংসাপত্রটি হারিয়ে ফেলেছেন। এমনকি হারানো শংসাপত্রের ক্রমিক নম্বরও দিয়েছেন রঞ্জিত। জানিয়েছেন, অসমের লামডিং বাজারে হারিয়ে ফেলেছেন তিনি।

advertisement

ট্যুইটার জুড়ে হাসির দমক। কেউ কেউ আবার ছাপার ভুল নিয়েও সমালোচনা করেছেন। আইএএস অফিসার রুপিন শর্মা এই বিজ্ঞাপনের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, 'এ কেবলমাত্র শুধুমাত্র ভারতেই ঘটে।'

advertisement

আরও পড়ুন: বিয়ে মিটতেই ক্লান্তিতে এলিয়ে পড়লেন বর; পরম যত্নে খাইয়ে দিলেন নববধূ! মিষ্টি ভিডিওয়ে মন মজেছে নেটিজেনদের

আরও পড়ুন: স্ট্রবেরি-ব্লুবেরি স্বাদের সিঙাড়া খাবেন? আজব এই খাবারের খবরে তাজ্জব নেটিজেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেউ মস্করা করে লিখলেন, 'যদি খুঁজে পাওয়া যায়, তবে কি ডেথ সার্টিফিকেটটা স্বর্গে পাঠানো হবে নাকি নরকে?' কারও লেখা, 'এই ব্যক্তি বোধ হয় ঢুকতে পারছেন না তাই ফিরে এসেছেন।' কেউ আবার এই বিজ্ঞাপনটিকে 'ভূতের বিজ্ঞাপন' তকমা দিয়ে দিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আমার ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি, কাগজে বিজ্ঞাপন দিয়ে জোর চর্চায় রঞ্জিত কুমার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল