আরও পড়ুন: এখনও একাধিক শহরে ১০০ টাকার বেশি পেট্রোলের দাম, দেখে নিন কলকাতায় কত
স্মার্টফোনের যুগে জামা-কাপড়, কতাবার্তা, লাইফস্টাইলের দিক থেকে অনেকটাই আধুনিক হয়েছে আমাদের সমাজ ৷ শীঘ্রই আসতে চলেছে ৫জি পরিষেবা ৷ প্রযুক্তির হাত ধরে আগামী দিনে আরও এগিয়ে যাবে সমাজ বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু আদতে কী আমরা সত্যি বস্তাপচা চিন্তাধারা ঝেড়ে ফেলতে পেরেছি সম্পূর্ণ ভাবে ৷ মনে তো তা হয় না ৷ অনলাইনে বিক্রি হওয়া একটি প্রোডাক্ট সেটাই প্রমাণ করছে ৷
advertisement
এখনও বহু জায়গায় মহিলাদের বিয়ের পর সতীত্বের প্রমাণ দিতে হয় ৷ যোনিপথের পাতলা পর্দাকে বলা হয় হাইমেন ৷ যৌন মিলনের সময় সেই পর্দা ফেটে রক্ত বেরোয় ৷ এটাতেই বোঝা যায় মহিলা আগে কখনও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন না হননি ৷ কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, অনেক সময় সাইকেল চালাতে গিয়ে, সাঁতার কাটতে গিয়ে কিংবা নাচ শিখতে গিয়েও হাইমেন ফেটে যায় বহু তরুণীর। কিন্তু তা সত্ত্বেও বিয়ের পরে স্বামীর সঙ্গে প্রথম যৌন মিলনের পর রক্তপাত না হলে মহিলার চরিত্র নিয়ে উঠে থাকে বহু প্রশ্ন ৷
আরও পড়ুন: Encumbrance Certificate -এর জন্য অনলাইনে কী ভাবে আবেদন করবেন ?
এই কারনেই বহু তরুণী যাঁরা বিয়ের আগে যৌন মিলনে লিপ্ত হয়েছেন তাঁরা প্লাস্টিকের হাইমেন কেনার বিষেয় আগ্রহ দেখাচ্ছেন ৷ নকল হাইমেনের জন্য একটি ক্যাপসুল অনলাইনে পাওয়া যাচ্ছে ৷ ক্যাপসুলের মধ্যে নকল রক্ত রয়েছে ৷ এই ক্যাপসুল প্রাইভেট পার্টের মধ্যে ঢোকাতে হবে ৷ সেক্সের সময় ভিতরে প্রেসার পড়তেই ক্যাপসুল ফেটে যাবে এবং রক্ত বেরোতে শুরু করবে ৷ এর জেরে পার্টনার মনে করবেন সেক্স করার সময় ব্লিডিং হয়েছে মানে তাঁর স্ত্রী ভার্জিন ৷
আরও পড়ুন: সম্পত্তি কেনার আগে যে কাজটা অবশ্যই করতে হবে.....
নকল হাইমেনের খবর ছড়িয়ে পড়তেই এই নিয়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছিল ৷ বর্তমানে সময় যখন মানুষ নিজেকে আধুনিকমনস্ক বলে দাবি করেন তখন এই ধরনের জিনিস বিত্রি এবং এই চিন্তাধারা দেখে অনেকেই আশ্চর্য হয়েছেন ৷ এই ক্যাপসুলের দাম প্রায় ৩২০০ টাকা ৷ মাত্র ১৫ মিনিটে কুমারী করে দেবে এই ট্যাগলাইন ছাড়া ক্যাপসুল বিক্রির জন্য বিভিন্ন আপত্তিজনক লাইন ব্যবহার করা হয়েছে ৷ এই প্রোডাক্ট ভারতেও বিক্রি হত ৷ তবে ২০১৯ সালে এর বিরোধিতা করার পর অ্যামাজন এই প্রোডাক্ট সরিয়ে দিয়েছে ৷