তরুণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, বাইক চলার সময় হঠাৎই চালক তাঁর পায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। তিনি এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন “ঘটনাটা এত দ্রুত ঘটেছিল যে আমি কিছু বুঝে ওঠার আগেই সেটা হয়ে যায়। পরে আবারও করলে আমি বলি, ভাই, আপনি কী করছেন, করবেন না’, কিন্তু সে থামেনি।”
advertisement
তিনি আরও জানান, জায়গাটি তাঁর অচেনা হওয়ায় মাঝপথে নেমে পড়ার সাহস পাননি। এরপরে তিনি আরও লেখেন “গন্তব্যে পৌঁছনোর সময় আমি কাঁপছিলাম, চোখে জল চলে এসেছিল।”
তরুণীর দাবি, গন্তব্যে পৌঁছনোর পর এক পথচারী তাঁর আতঙ্কিত চোখ মুখ লক্ষ্য করে এগিয়ে আসেন। এই প্রসঙ্গে তিনি লেখেন “এক দয়ালু ব্যক্তি জিজ্ঞাসা করেন কী হয়েছে। সব বলার পর তিনি চালককে থামান। চালক তখন ক্ষমা চায়, কিন্তু যাওয়ার আগে এমনভাবে আঙুল তোলে যে আমি আরও ভয় পাই,” জানিয়েছেন তরুণী।
ওই তরুণী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় চালক বাইক থামিয়ে তাঁর পায়ে হাত রাখছেন। তিনি চালকের ডিটেলস সহ স্ক্রিনশট ও একটি বার্তাও প্রকাশ করেছেন, যেখানে এক অপরিচিত জানিয়েছেন, তিনি ঘটনাটি চোখে দেখেছিলেন কিন্তু ভেবেছিলেন চালক তরুণীর পরিচিত কেউ।
এই ঘটনার পর বেঙ্গালুরু সিটি পুলিশ তরুণীর পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে তাঁকে অনুরোধ করেছে, ঘটনাস্থল ও যোগাযোগের বিস্তারিত তথ্য দিতে, যাতে তদন্ত শুরু করা যায়।
