TRENDING:

Animal Attack: স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো

Last Updated:

Animal Attack: স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! কুমিরের কামড়ে ভয়াবহ আহত স্টান্টম্যান, দেখুন সেই হাড় হমি করা ভিডিয়ো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : সাহস ভালো তবে অতি সাহস ভালো নয়৷ আর এই অতি সাহস দেখাতে গিয়েই ভয়ঙ্কর সব বিপদের মুখে পড়েন অনেকে৷ এমনই এক ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল৷ যা দেখে রীতিমতো আতকে উঠেছেন সবাই৷
স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো
স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো
advertisement

বাঘেদের বা সিংহদের সঙ্গে এক খাঁচায় খেলা, বা সাপ গলায় নিয়ে হেঁটে বেড়ানো৷ এমন অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমাদের সামনে আসে৷ তবে প্রায় প্রতি ক্ষেত্রেই দেখা যায়, যিনি এই কাজগুলি করে দেখান, তাঁরা প্রফেশনাল স্টান্টম্যান হয়ে থাকেন৷ এক্ষেত্রেও ব্যাপারটি তাই হয়েছিল৷ কিন্তু এখানে ভাগ্য স্টান্টম্যানের সঙ্গে ছিল না৷ ফলে নিজের হাতকে বিসর্জন দিয়ে হল দর্শকদের সামনে৷

advertisement

আরও পড়ুন : ১০০ টাকায় চার বোতল হুইস্কি, ৩০০ টাকায় পাঁচ বোতল বিয়ার! মূর্গ তন্দুরী মিলত মাত্র ১৮০ টাকায়

ঘটনাটি ঠিক কী হয়েছিল? এক ভিডিয়োতে দেখা গিয়েছে, কুমিরের খাঁচার মধ্যে লাল গেঞ্জি ও প্যান্ট পরে এক ব্যক্তি স্টান্ট দেখাচ্ছিলেন৷ তাঁর ঠিক সামনে শুয়ে রয়েছে একটি বিশাল কুমির৷ দেখা যায়, স্টান্ট ম্যানটি প্রথম কুমিরটিকে একটি থাপ্পর মারেন৷ তাতে হিংস্র প্রাণীটি প্রথম বড় করে মুখ খোলে৷ এরপরেই সেই ভয়ঙ্কর কাজটি করেন স্টান্টম্যান৷ তিনি নিজের হাতটি সরাসরি কুমিরের ওই মুখের মধ্যে ঢুকিয়ে দেন৷

advertisement

আরও পড়ুন : ভরা ফ্লাইটে উদ্যম যৌনতা! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ব্রিটিশ দম্পতিকে৷

তাঁর সাহস দেখে সবাই হাততালি দিতে থাকে৷ কিন্তু এরপরই যা হল তা আশা করতে পারেননি কেউই৷ দেখা গিয়েছে হঠাৎই কুমিরটিকে চোখ খুলে ফেলে৷ তারপর সজোড়ে কামড় বসায় সেই স্টান্টম্যানের হাতে৷ হিংস্র জন্তুর মুহূর্তের আক্রমণে হকচকিয়ে গিয়েছিলেন স্টান্টম্যান৷ একটা কামড় দেওয়ার পরই কুমিরটি সড়ে যায়৷ কিন্তু স্টান্টম্যানের হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়৷ তিনি তখনই ওই জায়গাটি ছেড়ে চলে যান৷

advertisement

দেখা গিয়েছি, ভিডিয়োটিতে প্রায় ৪২.৮ মিলিয়ন ভিউ এসেছে৷ লাইকের সংখ্যা সাত লাখেরও বেশি৷ ঘটনাটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের অনেকে সেই স্টান্টম্যানের পাশে দাঁড়িয়েছেন৷ কেউ লিখেছেন, লোকটি প্রতিদিন নিজের পরিবারের জন্য এত বড় ঝুঁকি নিচ্ছে৷ ওর সাহসকে কুর্ণিশ৷ একজন লিখেছেন, এমন কাজ থেকে বিরত থাকাই ভালো৷ কারণ, প্রাণ যাওয়ার ঝুঁকি থাকে৷ অন্য আর এক জন লিখেছেন, হিংস্র প্রাণীদের সঙ্গে এমন না করাই ভালো৷ ঘটনা থেকে স্টান্টম্যানের নিশ্চয়ই শিক্ষা হয়েছে!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এমন ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও হয়েছে৷ এই কুমিরের আক্রমণেরই শিকার হয়েছে আর এক স্টান্টম্যান৷ সেই ভিডিয়োটিও ভাইরাল হয়েছে৷ সেখানেও দেখা গিয়েছে, কুমিরের হাঁ করা মুখে একজন হাত ঢুকিয়েছেন৷ এবং মুহুর্তে কুমিরের কামড়ে ছিন্নভিন্ন হয়েছে স্টান্টম্যানের হাত৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Animal Attack: স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর হাল! হিংস্র প্রাণীর আক্রমণ আহত স্টান্টম্যান, দেখুন ভিডিয়ো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল