আরও পড়ুন: দারিদ্র্য ফিকে করেছিল সোনালি স্বপ্নের রং! বিদেশেই রূপকথারা ধরল উড়ান, হলেন Nude মডেল...
এই ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে যখন বর তার কনেকে বিয়ের অনুষ্ঠানে মালা পরিয়ে দেয় তখনই রেগে ওঠেন কনে। রীতিমত বরমালা ছুড়ে ফেলে রেগে মেগে মঞ্চ ছেড়ে চলে যায় সেই কনে। এর পরে কী ঘটল? সেটাও অবশ্য রয়েছে এই ভিডিওটিতে (Angry Bride Viral Video)। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওটি। এক ইনস্টাগ্রাম ইউজার ভিডিওটি পোস্ট করেছেন।
advertisement
এই ভিডিওতে বিয়ের একটি মঞ্চ দেখতে পাবেন। সেখানে বিয়ের অনুষ্ঠান চলছে। যথা সময়ে, কনে বরকে মালা পরিয়েছে এবং তারপরে এবার বরের পালা। কিন্তু বর কনের গলায় মালা পরানোর সঙ্গে সঙ্গেই সে রেগে যায় এবং উঠে দাঁড়ায়। ভিডিওতে (Angry Bride Viral Video) দেখা যাচ্ছে এখানেই থামেননি কনে। বরমালা সরিয়ে মঞ্চ থেকে ছুড়ে ফেলেছেন তিনি। কনের রাগ দেখে মঞ্চে উপস্থিত সবাই স্তব্ধ। হতবাক বরও। এই সময়ে, উপস্থিত কেউই বুঝে উঠতে পারে না যে কনের সমস্যাটা ঠিক কোথায়। আর কীই বা হয়েছে এমন!
আরও পড়ুন: ‘কাঁচা বাদাম' এবার গাইলেন রানাঘাটের রানু মণ্ডল! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, শুনেছেন?
তবে কিছুক্ষণের মধ্যেই হাসতে হাসতে মঞ্চে ফিরে আসে মেয়েটি। তখনই দেখা গেল যে নববধূ ছেলেটির সঙ্গে মজা করছিল, বাস্তবে মোটেই রেগে নেই তিনি। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে যিনিই এই ভিডিওটি দেখছেন তিনিই মজা পাচ্ছেন ভিডিও দেখে। চরম ভাইরাল হয়েছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একটু হাসির উপাদানও হয়েছে এই অতিমারী পরিবেষ্টিত জীবনে।