TRENDING:

Viral Video: অ্যামাজনের ডেলিভারি গাড়ি থেকে চুপিচুপি বেরোলেন এক মহিলা ! ভিডিও ভাইরাল হতেই চাকরি গেল ড্রাইভারের

Last Updated:

Amazon delivery person Viral Video: ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা অ্যামাজনের একটি ডেলিভারি গাড়ি থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্লোরিডা: ই-কমার্স সংস্থা অ্যামাজনের ডেলিভারি গাড়ি (Amazon Delivery Van) মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় সর্বত্রই দেখা যায় ৷ জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যই এই গাড়ি ব্যবহার করা হয় ৷ তবে সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অনেক প্রশ্নই উঠেছে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা অ্যামাজনের একটি ডেলিভারি গাড়ি থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন (Amazon deliveryman in Florida fired after video of woman emerging from his van goes viral)!
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন- জঙ্গল সাফারিতে বেরিয়ে গাড়ির জানালা খুলে সিংহ দেখতে গিয়ে যা কাণ্ড ঘটল ! দেখুন ভাইরাল ভিডিও

মাত্র ১১ সেকেন্ডের ভিডিও ৷ যা আদতে পোস্ট হয়েছিল টিকটকে ৷ কিন্তু তারপরেই সেটা ভাইরাল হয়ে যায় সর্বত্র ৷ ১১.৩ মিলিয়নেরও বেশি বার মানুষ দেখেছেন ভিডিওটিকে ৷ বিষয়টি দেখে নড়েচড়ে বসে অ্যামাজন কর্তৃপক্ষও ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ওই ড্রাইভারকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

advertisement

ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডায় অ্যামাজনের একটি ভ্যান গাড়ি থেকে রাস্তার মাঝখানেই গাড়ি থামিয়ে একজন মহিলা ভ্যান থেকে নেমে যান ৷ তিনি কালো পোশাক পরেছিলেন ৷ ভ্যান চালককেও দেখা যায়, মহিলাকে চুপচাপ নেমে যেতে সাহায্য করতে ৷ এখন প্রশ্ন উঠছে মহিলা ওই গাড়ির মধ্যে কী করছিলেন ? একটি মালবাহী ভ্যানে এ ভাবে কোনও অন্য মহিলা বা পুরুষ কাউকে নিয়ে যাওয়াটা কি আদৌ ঠিক কাজ ?

advertisement

আরও পড়ুন- কী কাণ্ড ! শহরের ব্যস্ত রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে অস্ট্রিচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

অ্যামাজনর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ভাবে কোনও ‘আনথরাইজড’ কাউকেই ডেলিভারি গাড়ির মধ্যে ঢোকার অনুমতি দেয় না সংস্থা ৷ ওই ভ্যানের ড্রাইভার এই কাজ করে ঠিক করেননি ৷ তাই তাকে ডিউটি থেকে সরানো হল ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: অ্যামাজনের ডেলিভারি গাড়ি থেকে চুপিচুপি বেরোলেন এক মহিলা ! ভিডিও ভাইরাল হতেই চাকরি গেল ড্রাইভারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল