Viral video of Ostrich: কী কাণ্ড ! শহরের ব্যস্ত রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে অস্ট্রিচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

Ostriches running freely on Lahore's Canal road: অফিসযাত্রীদের সঙ্গে সকালে যদি কোনও অস্ট্রিচ ছোটে, তাহলে বাকিরাই থেমে যেতে বাধ্য ৷ এ আবার কেমন দৃশ্য !

Viral Video of Ostrich
Viral Video of Ostrich
লাহোর: এমন দৃশ্য সচরাচর দেখা যায় না ৷ বলা যায় কখনই কেউ আগে দেখেছেন কী না, মনে করতে পারছেন না ৷ লাহোরের (Lahore) ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি অস্ট্রিচ বা উটপাখি ! হ্যা, অবাক করার মতো ঘটনা ঘটলেও সত্যি ৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল (Ostriches running freely on city roads) !
আর ভাইরাল হবেই বা না কেন ৷ অফিসযাত্রীদের সঙ্গে সকালে যদি কোনও অস্ট্রিচ ছোটে, তাহলে বাকিরাই থেমে যেতে বাধ্য ৷ এ আবার কেমন দৃশ্য ! অনেকে মজা করে ট্যুইটারে লিখেছেন, ‘‘ এই অস্ট্রিচটি হয়তো আমার মতোই রোজ সকালে বাসে করে অফিস যায় ৷ তার জন্যই ছুটছে ৷ ’’
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, লাহোরের ক্যানাল রোড (Lahore's Canal Road) দিয়ে গাড়ি, মোটরবাইকের সঙ্গেই ছুটে চলেছে অস্ট্রিচ ৷ আর তাও রাস্তার ঠিক মাঝখান দিয়ে ৷ অস্ট্রিচ সংখ্যায় দুটি ছিল ৷ তবে এরপর উটপাখিকে ধরতে গিয়ে বিপত্তি ঘটল ৷ ডেইলি পাকিস্তানের খবর অনুযায়ী এক ব্যক্তি এমন শক্ত করে উটপাখির গলা দড়ি দিয়ে চেপে ধরে ৷ যে শেষপর্যন্ত শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সেটির ৷ এরপর মৃত ওই উটপাখিকে রাস্তা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷
advertisement
উটপাখিকে মেরে ফেলার ঘটনার যথেষ্ট নিন্দা করেছেন নেটিজেনরা ৷ সকলেরই একটাই বক্তব্য, অস্ট্রিচগুলিকে অন্য ভাবেও সরানো যেত ৷ এ ভাবে মেরে ফেলার কোনও প্রয়োজন ছিল না ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral video of Ostrich: কী কাণ্ড ! শহরের ব্যস্ত রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে অস্ট্রিচ, মুহূর্তে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement