Viral video of Ostrich: কী কাণ্ড ! শহরের ব্যস্ত রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে অস্ট্রিচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

Ostriches running freely on Lahore's Canal road: অফিসযাত্রীদের সঙ্গে সকালে যদি কোনও অস্ট্রিচ ছোটে, তাহলে বাকিরাই থেমে যেতে বাধ্য ৷ এ আবার কেমন দৃশ্য !

Viral Video of Ostrich
Viral Video of Ostrich
লাহোর: এমন দৃশ্য সচরাচর দেখা যায় না ৷ বলা যায় কখনই কেউ আগে দেখেছেন কী না, মনে করতে পারছেন না ৷ লাহোরের (Lahore) ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি অস্ট্রিচ বা উটপাখি ! হ্যা, অবাক করার মতো ঘটনা ঘটলেও সত্যি ৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল (Ostriches running freely on city roads) !
আর ভাইরাল হবেই বা না কেন ৷ অফিসযাত্রীদের সঙ্গে সকালে যদি কোনও অস্ট্রিচ ছোটে, তাহলে বাকিরাই থেমে যেতে বাধ্য ৷ এ আবার কেমন দৃশ্য ! অনেকে মজা করে ট্যুইটারে লিখেছেন, ‘‘ এই অস্ট্রিচটি হয়তো আমার মতোই রোজ সকালে বাসে করে অফিস যায় ৷ তার জন্যই ছুটছে ৷ ’’
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, লাহোরের ক্যানাল রোড (Lahore's Canal Road) দিয়ে গাড়ি, মোটরবাইকের সঙ্গেই ছুটে চলেছে অস্ট্রিচ ৷ আর তাও রাস্তার ঠিক মাঝখান দিয়ে ৷ অস্ট্রিচ সংখ্যায় দুটি ছিল ৷ তবে এরপর উটপাখিকে ধরতে গিয়ে বিপত্তি ঘটল ৷ ডেইলি পাকিস্তানের খবর অনুযায়ী এক ব্যক্তি এমন শক্ত করে উটপাখির গলা দড়ি দিয়ে চেপে ধরে ৷ যে শেষপর্যন্ত শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সেটির ৷ এরপর মৃত ওই উটপাখিকে রাস্তা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷
advertisement
উটপাখিকে মেরে ফেলার ঘটনার যথেষ্ট নিন্দা করেছেন নেটিজেনরা ৷ সকলেরই একটাই বক্তব্য, অস্ট্রিচগুলিকে অন্য ভাবেও সরানো যেত ৷ এ ভাবে মেরে ফেলার কোনও প্রয়োজন ছিল না ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral video of Ostrich: কী কাণ্ড ! শহরের ব্যস্ত রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে অস্ট্রিচ, মুহূর্তে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement