যদিও সিইও টোনি ফার্নান্ডেজ নিজেই সেই মুহূর্তের ছবি নিজের লিঙ্কডইন অ্যাকাউন্টে শেয়ার করেছেন। পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। এমনকী এক্স (পূর্বে ট্যুইটার) প্ল্যাটফর্মেও তা পৌঁছে গিয়েছে। ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, ল্যাপটপের সামনে খালি গায়ে বসে আছেন টোনি। আর এক মহিলা কর্মী তাঁকে ম্যাসাজ দিচ্ছেন। মালয়েশিয়ার এই উদ্যোগপতি এয়ার এশিয়ায় ইন্দোনেশিয়া এবং সেই দেশের কর্ম সংস্কৃতির প্রশংসা করেছেন। মিটিংয়ের মাঝে গোটা সপ্তাহের ব্যস্ততা আর চাপ কাটানোর জন্য ম্যাসাজ নিচ্ছিলেন তিনি। এমনটাই জানিয়েছেন। যদিও টোনির এহেন অ-পেশাদার কার্যকলাপ অধিকাংশ মানুষই ভাল ভাবে নেয়নি।
advertisement
একটি পোস্টে টোনি লিখেছেন, “প্রচণ্ড চাপের সপ্তাহ ছিল এবং ভেরানিটা ইয়োসেফিন একটি ম্যাসাজ নিতে বলেছিলেন। ইন্দোনেশিয়া এবং এয়ার এশিয়ার সংস্কৃতিকে ভালবাসার দরুন এমন একটি ম্যাসাজের সুযোগ পেয়েছিলাম। আর একটি ম্যানেজমেন্ট মিটিংয়ের ব্যবস্থা করেছিলাম। আমরা এখন প্রচুর উন্নতি করছি। আর বর্তমানে ক্যাপিটাল এ স্ট্রাকচার চূড়ান্ত করেছি। সামনেই দুর্দান্ত সময়। আমরা যেটুকু গড়তে পেরেছি, তার জন্য সত্যিই গর্বিত।”
এই পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গেই কমেন্ট সেকশন উপচে পড়ে নেটিজেনদের মন্তব্যে। অধিকাংশ মানুষই কড়া নিন্দা করেছে। এক ব্যবহারকারী লিখেছেন, “একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যিনি আবার পাবলিকলি লিস্টেড কোম্পানির চিফ একজিকিউটিভ, তিনি শার্ট খুলে ম্যাসাজ নিতে নিতে মিটিং পরিচালনা করছেন। আর আমি যা বললাম তার থেকে ‘যিনি আবার পাবলিকলি লিস্টেড কোম্পানির চিফ একজিকিউটিভ’- এই অংশটা মুছে দেওয়া হলেও কাজটা একেবারেই সঠিক নয়।” আবার অন্য এক নেটাগরিক লিখেছেন, “এয়ার এশিয়ায় কাজ করুন, যেখানকার মিটিং আমাদের যাত্রীদের অভিজ্ঞতার মতোই খারাপ! আপনি একটিমাত্র ছবিতেই অনুপযুক্ত বিষয় থেকে শুরু করে সমস্ত কিছুই তুলে ধরতে পেরেছেন। দুর্দান্ত!”
আর এক জন নেটিজেনের বক্তব্য, “এই পোস্ট এবং তার মন্তব্য সত্যিই ঘৃণ্য! আর পেশাদারিত্বেরও অভাব রয়েছে। এক নেটিজেন আবার লিখেছেন, “আমার মনে হয় না, এক্ষেত্রে আপনার সংস্থায় কর্মরত কোনও মহিলা নিরাপদ! যেহেতু আপনি বস, তাই তাঁরা আপনাকে কিছু বলতে কিংবা চ্যালেঞ্জ করতেও পারবেন না। আর তাঁদের কথা ভেবেই আপনার এই পোস্টের সেই সব কমেন্টগুলি ভাল করে দেখা উচিত, যেগুলি আপনি মুছে দিচ্ছেন।” তবে নিন্দুকরা যা-ই বলুন, আবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ এই উদ্যোগপতির প্রশংসাও করেছে।