Bobby Deol: ‘অ্যানিম্যাল’ ছবিতে নিজের লুক দেখে নিজেই অবাক হয়েছিলেন; খলনায়কের ভূমিকায় বারবার বক্স অফিসে ঝড় তুলেছেন এই অভিনেতা

Last Updated:
নায়কের ভূমিকা থেকে নিজেকে ভেঙে বেরিয়ে খলনায়কের ভূমিকাতেও তিনি সমান ভাবে জনপ্রিয়তা লাভ করেছেন। আসন্ন ‘অ্যানিম্যাল’ ছবিতেও খলনায়কের ভূমিকায় তাঁর অভিনয় দাগ কাটবে বলে ভক্তদের আশা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, কথা হচ্ছে অভিনেতা ববি দেওলের।
1/6
নব্বইয়ের দশকে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি। স্টারকিড হলেও ধীরে ধীরে বি-টাউনে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। বর্তমান সময়ে তিনি আরও খ্যাতি এবং জনপ্রিয়তার স্বাদ পেয়েছেন। নায়কের ভূমিকা থেকে নিজেকে ভেঙে বেরিয়ে খলনায়কের ভূমিকাতেও তিনি সমান ভাবে জনপ্রিয়তা লাভ করেছেন। আসন্ন ‘অ্যানিম্যাল’ ছবিতেও খলনায়কের ভূমিকায় তাঁর অভিনয় দাগ কাটবে বলে ভক্তদের আশা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, কথা হচ্ছে অভিনেতা ববি দেওলের।
নব্বইয়ের দশকে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি। স্টারকিড হলেও ধীরে ধীরে বি-টাউনে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। বর্তমান সময়ে তিনি আরও খ্যাতি এবং জনপ্রিয়তার স্বাদ পেয়েছেন। নায়কের ভূমিকা থেকে নিজেকে ভেঙে বেরিয়ে খলনায়কের ভূমিকাতেও তিনি সমান ভাবে জনপ্রিয়তা লাভ করেছেন। আসন্ন ‘অ্যানিম্যাল’ ছবিতেও খলনায়কের ভূমিকায় তাঁর অভিনয় দাগ কাটবে বলে ভক্তদের আশা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, কথা হচ্ছে অভিনেতা ববি দেওলের।
advertisement
2/6
সকলেই হয়তো জানেন ববি দেওলের আরও একটি পরিচয় আছে। তিনি এক সময়ের সুপারস্টার ধর্মেন্দ্রর পুত্র। আর অভিনেতা সানি দেওলের ছোট ভাই। ১৯৬৯ সালের ২৭ জানুয়ারি জন্ম ববির। বাবা অভিনেতা হওয়ায় ছোটবেলাতেই ক্যামেরা এবং গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচয়। ১৯৭৭ সালে ‘ধরমবীর’ ছবিতে তরুণ ধর্মেন্দ্রর চরিত্রে অভিনয় করেছিলেন পুত্র ববিই। এখান থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি। ১৯৯৫ সাল নাগাদ সুপারস্টার বাবা এবং দাদার পদাঙ্ক অনুসরণ করে ‘বরসাত’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন।
সকলেই হয়তো জানেন ববি দেওলের আরও একটি পরিচয় আছে। তিনি এক সময়ের সুপারস্টার ধর্মেন্দ্রর পুত্র। আর অভিনেতা সানি দেওলের ছোট ভাই। ১৯৬৯ সালের ২৭ জানুয়ারি জন্ম ববির। বাবা অভিনেতা হওয়ায় ছোটবেলাতেই ক্যামেরা এবং গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচয়। ১৯৭৭ সালে ‘ধরমবীর’ ছবিতে তরুণ ধর্মেন্দ্রর চরিত্রে অভিনয় করেছিলেন পুত্র ববিই। এখান থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি। ১৯৯৫ সাল নাগাদ সুপারস্টার বাবা এবং দাদার পদাঙ্ক অনুসরণ করে ‘বরসাত’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন।
advertisement
3/6
পরিচালক সুনীল দর্শনের এই ছবিটি ১০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল। তবে মাত্র ১৪ কোটি টাকা আয় করতে সক্ষম হয়। নিজের চতুর চেহারা আর দক্ষ অভিনয়ের জোরে নায়ক হয়ে ওঠেন ববি। কিন্তু বাবা কিংবা দাদার মতো স্টারডম অর্জন করতে পারেননি। এরপর একে একে ‘অওর পেয়ার হো গ্যয়া’, ‘গুপ্ত’, ‘করিব’, এবং ‘দিল্লাগি’-র মতো ছবিতে নায়ক হিসেবে দেখা যায় ববি দেওলকে।
পরিচালক সুনীল দর্শনের এই ছবিটি ১০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল। তবে মাত্র ১৪ কোটি টাকা আয় করতে সক্ষম হয়। নিজের চতুর চেহারা আর দক্ষ অভিনয়ের জোরে নায়ক হয়ে ওঠেন ববি। কিন্তু বাবা কিংবা দাদার মতো স্টারডম অর্জন করতে পারেননি। এরপর একে একে ‘অওর পেয়ার হো গ্যয়া’, ‘গুপ্ত’, ‘করিব’, এবং ‘দিল্লাগি’-র মতো ছবিতে নায়ক হিসেবে দেখা যায় ববি দেওলকে।
advertisement
4/6
 প্রতিটি ছবিতে ববির অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। বাবা ধর্মেন্দ্র ও সানি দেওলের সঙ্গে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’-র মতো হিট ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু নায়ক হিসেবে অভিনয়ের ধারা থেকে নিজেকে ভেঙে বেরিয়ে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। এখান থেকেই অভিনেতার কেরিয়ারে আসে এক বিশেষ মোড়। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাদল’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আর বক্স অফিসে তা সুপারহিট বলে প্রমাণিত হয়েছে। এই কথা তো সকলেরই জানা!
প্রতিটি ছবিতে ববির অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। বাবা ধর্মেন্দ্র ও সানি দেওলের সঙ্গে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’-র মতো হিট ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু নায়ক হিসেবে অভিনয়ের ধারা থেকে নিজেকে ভেঙে বেরিয়ে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। এখান থেকেই অভিনেতার কেরিয়ারে আসে এক বিশেষ মোড়। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাদল’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আর বক্স অফিসে তা সুপারহিট বলে প্রমাণিত হয়েছে। এই কথা তো সকলেরই জানা!
advertisement
5/6
১০ কোটি টাকায় তৈরি ছবিটির আয় ছিল ২৬ কোটি টাকারও বেশি। শুধু তা-ই নয়, ওই একই বছরে মুক্তি পেয়েছিল ‘বিচ্ছু’। সেখানেও খলনায়কের ভূমিকায় দেখা যায় ববিকে। এরপর ২০২০ সালে এমএক্স প্লেয়ারে মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজ ‘আশ্রম’-এও তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে। এই ভূমিকায় অভিনয়ের জন্য ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন। এমনকী এটাই ববির কেরিয়ারের সবথেকে জনপ্রিয় চরিত্র।
১০ কোটি টাকায় তৈরি ছবিটির আয় ছিল ২৬ কোটি টাকারও বেশি। শুধু তা-ই নয়, ওই একই বছরে মুক্তি পেয়েছিল ‘বিচ্ছু’। সেখানেও খলনায়কের ভূমিকায় দেখা যায় ববিকে। এরপর ২০২০ সালে এমএক্স প্লেয়ারে মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজ ‘আশ্রম’-এও তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে। এই ভূমিকায় অভিনয়ের জন্য ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন। এমনকী এটাই ববির কেরিয়ারের সবথেকে জনপ্রিয় চরিত্র।
advertisement
6/6
  চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। এই ছবিতেও খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। সম্প্রতি জাগরণ ফিল্ম ফেস্টিভ্যালে নিজের লুক নিয়ে ববি দেওল বলেন, “আমার লুক দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। তবে এই ছবিটি নিয়ে আমি খুবই উত্তেজিত। সন্দীপের ছবি ভক্তরা খুবই পছন্দ করেন। রণবীর কাপুরের সঙ্গেও কাজ করতে চেয়েছিলাম।” তবে ববি দেওলের ভিলেন ফ্যাক্টর এই ছবিতে কাজ করবে কি না, তা জানা শুধু সময়ের অপেক্ষা! তবে দর্শকরা আবারও খলনায়কের ভূমিকায় ববি দেওলকে দেখতে বেশ উচ্ছ্বসিত!
চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। এই ছবিতেও খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। সম্প্রতি জাগরণ ফিল্ম ফেস্টিভ্যালে নিজের লুক নিয়ে ববি দেওল বলেন, “আমার লুক দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। তবে এই ছবিটি নিয়ে আমি খুবই উত্তেজিত। সন্দীপের ছবি ভক্তরা খুবই পছন্দ করেন। রণবীর কাপুরের সঙ্গেও কাজ করতে চেয়েছিলাম।” তবে ববি দেওলের ভিলেন ফ্যাক্টর এই ছবিতে কাজ করবে কি না, তা জানা শুধু সময়ের অপেক্ষা! তবে দর্শকরা আবারও খলনায়কের ভূমিকায় ববি দেওলকে দেখতে বেশ উচ্ছ্বসিত!
advertisement
advertisement
advertisement