TRENDING:

Air India Durga Puja Menu: পুজোয় কলকাতার বাইরে যাচ্ছেন বলে মন খারাপ? চিন্তা নেই; আকাশপথেই খাঁটি বাঙালি স্বাদে হবে রসনাতৃপ্তি

Last Updated:

ভ্রমণকালে উড়ানেই উপভোগ করতে পারবেন খাঁটি বাঙালি স্বাদ। যা উৎসবের মরশুমকে আরও উপভোগ্য করে তুলবে। আর এই উদ্যোগ গ্রহণ করেছে এয়ার ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুজোর মরশুমে যাঁরা কলকাতার বাইরে বেড়াতে যাচ্ছেন, তাঁরা নিশ্চয়ই মিস করবেন বাঙালিয়ানা আর বাংলার সংস্কৃতিকে! কিন্তু না, মন খারাপ করার কোনও কারণ নেই। কারণ ভ্রমণকালে উড়ানেই উপভোগ করতে পারবেন খাঁটি বাঙালি স্বাদ। যা উৎসবের মরশুমকে আরও উপভোগ্য করে তুলবে। আর এই উদ্যোগ গ্রহণ করেছে এয়ার ইন্ডিয়া।
পুজোয় কলকাতার বাইরে যাচ্ছেন বলে মন খারাপ? চিন্তা নেই; আকাশপথেই খাঁটি বাঙালি স্বাদে হবে রসনাতৃপ্তি
পুজোয় কলকাতার বাইরে যাচ্ছেন বলে মন খারাপ? চিন্তা নেই; আকাশপথেই খাঁটি বাঙালি স্বাদে হবে রসনাতৃপ্তি
advertisement

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, উৎসবের বিশেষ ভূরিভোজে পাত আলো করে থাকবে খাঁটি বাঙালি খাবার। লোভনীয় এইসব খাবারের তালিকায় স্থান পেতে চলেছে নারকেল দিয়ে ছোলার ডাল সহযোগে লুচি, কষা আলুর দম সহযোগে কড়াইশুঁটির কচুরি। কারণ বাঙালি প্রাতরাশ তো লুচি-কচুরি ছাড়া অসম্পূর্ণই থেকে যায়!

আরও পড়ুন– বহুতল থেকে প্রবল ঝাঁকুনি দিয়ে সজোরে আছড়ে পড়ল লিফট; বরাতজোরে রক্ষা পেলেন মহিলা ও তাঁর শিশুপুত্র

advertisement

শুধু কি তা-ই, চায়ের কাপে ঝড় তোলার জন্য চায়ের সঙ্গে ‘টা’ না থাকলে কি হয়? তাই বাঙালিয়ানার মোড়কে সাজানো হয়েছে স্ন্যাকসের তালিকাও। থাকছে খাস্তা কচুরি চাট, ফিশ কবিরাজি, মোচার কাটলেট অথবা এগ চিকেন রোল।

আর লাঞ্চ কিংবা ডিনারেও থাকছে চমক। উৎসবের বিশেষ থালিতে রাখা হয়েছে মাটন কষা, চিংড়ি মাছের মালাই কারি, ধোঁকার ডালনা, ছানার কালিয়ার মতো খাঁটি বাঙালি খাবার। আর চাটনি ছাড়া কি বাঙালিদের খানাপিনা সম্পূর্ণ হয়? একেবারেই না! সে কথা ভেবেই রাখা হয়েছে আম অথবা আনারসের চাটনিও।

advertisement

আরও পড়ুন- বিদেশি খানায় খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া; কষা মাংস আর মালাই চিংড়ি পিৎজায় এবার জমে যাক পুজোর মজা

শেষ পাতে মিষ্টিমুখের কথা তো এখনও বলাই হয়নি! এয়ার ইন্ডিয়া জানাচ্ছে, মিষ্টিমুখেও থাকবে দুর্দান্ত চমক। কারণ মিষ্টির পাতে রাখা হয়েছে মিহিদানা, বোঁদে, দরবেশ, কালোজাম এবং পান্তুয়ার মতো বাঙালি মিষ্টিও। ফলে পুজোর মরশুম হতে চলেছে জমজমাট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এটাই প্রথম বার নয়, এর আগেও এহেন উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া। আকাশপথেই যাতে কোচি, ত্রিবান্দ্রমের ভ্রমণার্থীরা ওনাম উৎসবের স্বাদ উপভোগ করতে পারেন, তার জন্য বিশেষ মেন্যু সাজিয়েছিল ওই বিমান সংস্থা। দেশীয় এবং আন্তর্জাতিক – সমস্ত উড়ানের খাদ্যতালিকার ক্ষেত্রেই সময়ে সময়ে আনা হয়েছে বদল। যাতে অতিথিদের রসনাতৃপ্তিতে কোনও রকম ঘাটতি না থাকে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Air India Durga Puja Menu: পুজোয় কলকাতার বাইরে যাচ্ছেন বলে মন খারাপ? চিন্তা নেই; আকাশপথেই খাঁটি বাঙালি স্বাদে হবে রসনাতৃপ্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল