TRENDING:

 Woman Can't Stop Shopping:টাকা ফুরিয়েছে, রাখার জায়গাও! তবু কেন শপিং থামাতে পারছেন না এই তরুণী?

Last Updated:

১৯ বছর বয়সি এক যুবতীর কথা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তাঁর অদ্ভুত আসক্তির কথা। কেনাকাটার প্রতি আসক্তি রয়েছে তাঁর। অনলাইনে অর্ডার করে একের পর এক জিনিস আনান তিনি। টাকাপয়সা না থাকলেও ধারে কিনতে কসুর করেন না তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনলাইনে একের পর এক বাক্স এসে ঘর ভরে যায়। খোলা হয় না সে সব। তাও কেনাও শেষ হয় না। কিনতেই থাকেন ১৯ বছরের এই তরুণী।
শপিংয়ের নেশা সর্বনাশা! টাকা ফুরোলেও কেনাকাটা থামাতে পারছেন না কেন এই তরুণী?
শপিংয়ের নেশা সর্বনাশা! টাকা ফুরোলেও কেনাকাটা থামাতে পারছেন না কেন এই তরুণী?
advertisement

কোনও কিছুকে পছন্দ করা এবং তাতে আসক্ত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ যখন কিছু পছন্দ করে, সেটা বারবার করতে চায়। কিন্তু যখন সেটা নেশা হয়ে যায়, তখন আর নিজেকে থামানো যায় না। আসক্তি তৈরি হওয়া ক্ষতিকর বলেই মনে করেন মনোবিদরা।

কোনও কিছুর প্রয়োজন হলে সেটা কিনতে হয়। তবে প্রয়োজন না হলেও কি কেনার অভ্যাস থাকে অনেকের। যেমন, ১৯ বছর বয়সি এক যুবতীর কথা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তাঁর অদ্ভুত আসক্তির কথা। কেনাকাটার প্রতি আসক্তি রয়েছে তাঁর। অনলাইনে অর্ডার করে একের পর এক জিনিস আনান তিনি। টাকাপয়সা না থাকলেও ধারে কিনতে কসুর করেন না তিনি। একের পর এক বাক্স আসে বাড়িতে। সেগুলো জমা হয়ে ঘর ভর্তি, তাও বন্ধ হয় না কেনাকাটা।

advertisement

এদিকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন সেই যুবতী। জামাকাপড় থেকে আরম্ভ করে গ্যাজেটস, জুতো, গৃহস্থালির সামগ্রী সব কিছুই কেনেন তিনি। আর্থিক সমস্যাও পড়ছেন এত কেনাকাটার ফলে। তাও নিজেকে আটকাতে পারছেন না। এই সমস্যার কথা সমাজমাধ্যমে লেখেন সেই যুবতী। বহু মানুষ তাঁর পোস্টে এসে মন্তব্য করেন। তাঁকে উপদেশ দেন। একজন লেখেন, “আপনি এই ভাবে চললে ধ্বংস হয়ে যাবেন। অন্য পথে সুখ খোঁজার চেষ্টা করুন।”

advertisement

আরও পড়ুন- এত বছর যাঁর সঙ্গে ঘনিষ্ঠ হলেন, তিনি সম্পর্কে কে হন? সত্যি জেনে শিউরে উঠলেন যুবতী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মনোবিদদের মতে, যুবতী একধরনের মানসিক রোগে ভুগছেন। কম্পালসিভ বায়িং ডিসঅর্ডার (সিবিডি), যা ওনিওম্যানিয়া নামেও পরিচিত। একটি আচরণগত আসক্তি যা কেনাকাটা এবং কেনাকাটার আচরণের প্রতি আসক্তি তৈরি করে। এই অসুখ বংশানুক্রমিক বা জিনগত সমস্যাও হতে পারে। তাই সতর্ক হওয়া প্রয়োজন, এমনই জানান অনেকে সেই যুবতীকে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
 Woman Can't Stop Shopping:টাকা ফুরিয়েছে, রাখার জায়গাও! তবু কেন শপিং থামাতে পারছেন না এই তরুণী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল