TRENDING:

Viral Video: ১০০ কোটির শেয়ার হাতে নিয়েও নিতান্ত সাধারণ জীবন যাপন করেন! দেখে নিন ভাইরাল বৃদ্ধের কাণ্ড

Last Updated:

ওই ভিডিও-তে দেখা গিয়েছে সহজ সরল আদুল গায়ের এক বৃদ্ধ হাসি মুখে নিজের মাতৃভাষায় কথা বলেছেন। ক্যামেরার সামনেই তিনি তাঁর হাতে থাকা শেয়ারের মূল্য এবং সংশ্লিষ্ট বিনিয়োগগুলি সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিয়ে চলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাতে রয়েছে একশো কোটির শেয়ার। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই বিন্দুমাত্র। গ্রামের সহজ-সরল জীবনযাপন করা এক বৃদ্ধ তাঁর জীবনের এমন গল্প নিয়েই সম্প্রতি ভাইরাল হয়েছেন।
১০০ কোটির শেয়ার হাতে নিয়েও নিতান্ত সাধারণ জীবন যাপন করেন! দেখে নিন ভাইরাল বৃদ্ধের কাণ্ড
১০০ কোটির শেয়ার হাতে নিয়েও নিতান্ত সাধারণ জীবন যাপন করেন! দেখে নিন ভাইরাল বৃদ্ধের কাণ্ড
advertisement

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা একটি পোস্টের মাধ্যমেই ছড়িয়ে পড়েছে এক কোটিপতি বৃদ্ধের কাহিনী। ওই ভিডিও-তে দেখা গিয়েছে সহজ সরল আদুল গায়ের এক বৃদ্ধ হাসি মুখে নিজের মাতৃভাষায় কথা বলেছেন। ক্যামেরার সামনেই তিনি তাঁর হাতে থাকা শেয়ারের মূল্য এবং সংশ্লিষ্ট বিনিয়োগগুলি সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিয়ে চলেছেন।

আরও পড়ুন– অক্টোবরের প্রথম দিনেই নিজের রাশিতে প্রবেশ করছেন গ্রহের রাজপুত্র; এই রাশির ভাগ্য হতে চলেছে উজ্জ্বল

advertisement

রাজীব মেহতা নামে এক X ব্যবহারকারী, তাঁর হ্যান্ডলে এই ভিডিও পোস্ট করেছেন। তিনিই ভিডিও-র সঙ্গে ক্যাপশনে লিখে জানিয়েছেন, এই বৃদ্ধের ৮০ কোটি টাকার শেয়ার রয়েছে L&T কোম্পানিতে। পাশাপাশি UltraTech সিমেন্ট কোম্পানিতে রয়েছে ২১ কোটির শেয়ার। কর্ণাটক ব্যাঙ্কে রয়েছে এক কোটি টাকার শেয়ার রয়েছে। কিন্তু তাঁর জীবন যাপন অত্যন্ত সাধারণ মানুষের মতো।

advertisement

এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘‘অনেক স্টক-এর মালিক একজন মানুষকে এমন সাধারণ জীবনযাপন করতে দেখে ভাল লাগছে।’’ ভিডিও-তে দেখা যায় একটি অত্যন্ত সাধারণ বাড়ির উঠোনে দাঁড়িয়ে কথা বলছেন বৃদ্ধ। পরনে মেরুন রঙের হাফ প্যান্ট, কাঁধ থেকে ঝুলছে পৈতে। কথা বলছেন একেবারে দেশজ কায়দায়।

আরও পড়ুন– ড্রাই সেল ব্যাটারির দুনিয়ায় পা, ফের বাজারে আসছে এভারেডির ‘আল্টিমা’

advertisement

advertisement

যদিও এই ভিডিও-টি সত্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। একজন X ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘সংখ্যাগুলিকে আরও একটু নির্দিষ্ট করুন। তিনি যা বলেছেন তা যদি সত্য হয় তবে লভ্যাংশ তাঁর দাবির চেয়ে বেশি হওয়ার কথা।’’

তবে এই সারল্যে মজে রয়েছেন অনেকেই। একজন লিখেছেন, ‘‘একটি শান্ত গ্রামীণ জীবন যাপন করার জন্য আর কিছুর প্রয়োজন নেই।’’ একজন X ব্যবহারকারী লিখেছেন, ‘‘সাধারণ জীবনযাপনে দোষের কিছু নেই। কিন্তু ওই ব্যক্তি তাঁর সম্পত্তি ভোগ করেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ।’’ বিরোধিতা করে আর একজন লিখেছেন, ‘‘আপনি যদি এটি উপভোগ না করেন তবে সেই বিনিয়োগের কী লাভ!’’

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

এখন পর্যন্ত প্রায় এক মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ১০০ কোটির শেয়ার হাতে নিয়েও নিতান্ত সাধারণ জীবন যাপন করেন! দেখে নিন ভাইরাল বৃদ্ধের কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল