সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা একটি পোস্টের মাধ্যমেই ছড়িয়ে পড়েছে এক কোটিপতি বৃদ্ধের কাহিনী। ওই ভিডিও-তে দেখা গিয়েছে সহজ সরল আদুল গায়ের এক বৃদ্ধ হাসি মুখে নিজের মাতৃভাষায় কথা বলেছেন। ক্যামেরার সামনেই তিনি তাঁর হাতে থাকা শেয়ারের মূল্য এবং সংশ্লিষ্ট বিনিয়োগগুলি সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিয়ে চলেছেন।
advertisement
রাজীব মেহতা নামে এক X ব্যবহারকারী, তাঁর হ্যান্ডলে এই ভিডিও পোস্ট করেছেন। তিনিই ভিডিও-র সঙ্গে ক্যাপশনে লিখে জানিয়েছেন, এই বৃদ্ধের ৮০ কোটি টাকার শেয়ার রয়েছে L&T কোম্পানিতে। পাশাপাশি UltraTech সিমেন্ট কোম্পানিতে রয়েছে ২১ কোটির শেয়ার। কর্ণাটক ব্যাঙ্কে রয়েছে এক কোটি টাকার শেয়ার রয়েছে। কিন্তু তাঁর জীবন যাপন অত্যন্ত সাধারণ মানুষের মতো।
এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘‘অনেক স্টক-এর মালিক একজন মানুষকে এমন সাধারণ জীবনযাপন করতে দেখে ভাল লাগছে।’’ ভিডিও-তে দেখা যায় একটি অত্যন্ত সাধারণ বাড়ির উঠোনে দাঁড়িয়ে কথা বলছেন বৃদ্ধ। পরনে মেরুন রঙের হাফ প্যান্ট, কাঁধ থেকে ঝুলছে পৈতে। কথা বলছেন একেবারে দেশজ কায়দায়।
আরও পড়ুন– ড্রাই সেল ব্যাটারির দুনিয়ায় পা, ফের বাজারে আসছে এভারেডির ‘আল্টিমা’
যদিও এই ভিডিও-টি সত্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। একজন X ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘সংখ্যাগুলিকে আরও একটু নির্দিষ্ট করুন। তিনি যা বলেছেন তা যদি সত্য হয় তবে লভ্যাংশ তাঁর দাবির চেয়ে বেশি হওয়ার কথা।’’
তবে এই সারল্যে মজে রয়েছেন অনেকেই। একজন লিখেছেন, ‘‘একটি শান্ত গ্রামীণ জীবন যাপন করার জন্য আর কিছুর প্রয়োজন নেই।’’ একজন X ব্যবহারকারী লিখেছেন, ‘‘সাধারণ জীবনযাপনে দোষের কিছু নেই। কিন্তু ওই ব্যক্তি তাঁর সম্পত্তি ভোগ করেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ।’’ বিরোধিতা করে আর একজন লিখেছেন, ‘‘আপনি যদি এটি উপভোগ না করেন তবে সেই বিনিয়োগের কী লাভ!’’
এখন পর্যন্ত প্রায় এক মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন।