দ্রুত সকলের স্বাস্থ্য পরীক্ষার দাবি করেছেন আবাসিকেরা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ ময়না তদন্ত করানো হবে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। আবাসিকের মৃত্যুর ঘটনায় এদিন আতঙ্ক ছড়ায় এই কোয়ারেনটাইন সেন্টারে। অন্যান্য আবাসিকেরা জানিয়েছেন, ভোর রাতে আচমকায় মুখ থেকে অদ্ভূত আওয়াজ বের হয় ওই যুবকের। সকলে ছুটে যেতেই আচমকাই মৃত্যু হয় তাঁর। খবর দেওয়া হলে সকালে এলাকায় যায় পুলিশ। মৃত যুবকদের বাড়ি গাজোলের চাকনগর পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে পরিবারের লোকজন এলাকায় আসেন। পুলিশ জানিয়েছে, আপাতত অস্বাভাবিক মৃ্ত্যুর মামলা রুজু করা হয়েছে। ওই যুবকের পুরোনো অসু্স্থতার কোনো তথ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2020 9:03 PM IST