‘এত দিন যাকে ‘দিদি’ বলে জেনেছি সে আসলে…!’ ১৪ বছরের অন্তঃসত্ত্বা কিশোরীর জীবন আপনাকে স্তম্ভিত করবে!
চালক-সহ মোট চারজন ছিল ঐ গাড়িতে তাদেরকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীন হাসপাতালে নিয়ে এলে বছর তেইশের মৌসুমী মন্ডলের মৃত্যু হয়। বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদের প্রত্যেকের বাড়ি নিউটাউনের লেদার কমপ্লেক্স থানা এলাকায় বলে জানা যায়। অপরদিকে খাল থেকে ওই গাড়িটিকে উদ্ধার করে হাড়োয়া থানার অন্তর্গত লাউগাছি বিট হাউসের পুলিশ।
advertisement
‘ছেলের মতো’ করে বড় করেছিলেন…পোষ্য জার্মান শেফার্ড কুকুরের ‘শিকার’ বৃদ্ধা! রক্তে ভাসল ঘর
এই ঘটনায় হাড়োয়া থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। ঘাতক চারচাকা গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। মৃত এবং আহত ব্যক্তিদের বাড়ির আত্মীয় পরিজনদের ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক অনুমান গাড়ি অত্যন্ত গতিবেগ ছিল যার কারণে গাড়ি পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
কাদের বেশি মশা কামড়ায়? রক্ত ‘মিষ্টি’ বলেই কি আপনি মশার ‘ফেভারিট’? বিজ্ঞান যা বলছে…চমকে যাবেন!
মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে পুলিশ প্রশাসনের একাধিক প্রথম নিরাপত্তা জনিত সতর্কতামূলক বার্তা, সচেতনতার পরেও কিভাবে একের পর এক পথ দুর্ঘটনা বেড়েই চলেছে, তা এক প্রকার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জুলফিকার মোল্যা